বিশ্বকাপে ব্যর্থতা, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সবাই বরখাস্ত
চলমান বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে লংকান ক্রীড়া মন্ত্রণালয়। সাত ম্যাচে মাত্র দুই জয়। তার ওপর ভারতের কাছে লজ্জাজনক হার। ৩৫৮ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে মাত্র ৫৫ রানে অল আউট। এমন হার মেনে নেওয়া কঠিন। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বিষয়টি মেনে নেননি। ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে গত শুক্রবার বিবৃতি দিয়ে বোর্ডের সদস্যের পদত্যাগ করতে বলেন। বোর্ডের সামনে এসে বিক্ষোভও করেছে সমর্থকরা। এমন চাপে পড়ে নিজ পদ থেকে সরে দাঁড়ান ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।


বিবৃতিতে বলা হয়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। সাত সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট।
ভারতের কাছে লজ্জাজনক হারের পর রানাসিংহে জনসম্মুখে পুরো বোর্ডের পদত্যাগ দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের আর দায়িত্ব থাকার মতো নৈতিক অধিকার নেই। তাদের এখন স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। তার আগে তিনি বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন।
আপাতত একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে। এই কমিটির প্রধান শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। পয়েন্ট তালিকায় বর্তমানে সাতে আছে শ্রীলঙ্কা। আজ দিল্লিতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের কাছে হেরেছে লংকানরা। আজ বাংলাদেশের কাছে হারলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও ঝুঁকিতে পড়বে তাদের।