অবশেষে জিতল বাংলাদেশ, চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

এবারের সব বির্তক ছাপিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর পেয়েছে জয়ের স্বাদ। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রান নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান। টানা ছয় হারে বাংলাদেশের বিদায় হয়ে গেছে আগেই। আজ হারলে হুমকির মুখে পড়ত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। তবে, সেই হুমকি থেকে কিছুটাও হলেও স্বস্তি পেল বাংলাদেশ।

দিল্লিতে চলমান বিশ্বকাপের ৩৮তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে নাজমুল শান্ত-সাকিব আল হাসানের লড়াকু জুটির পর খেই হারালেও শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২৭৯/১০ (নিশানকা ৪১, পেরেরা ৪, মেন্ডিস ১৯, সামারাবিক্রমা ৪১, আসালাঙ্কা ১০৮, ম্যাথিউস ০, সিলভা ৩৪, থিকসানা ২২, চামিরা ৪, রাজিথা ০, মধুশঙ্কা ০; শরিফুল ৯.৩-০-৫২-২, তাসকিন ১০-১-৩৯-০, তানজিম ১০-০-৮০-৩, সাকিব ১০-০-৫৭-২, মিরাজ ১০-০-৪৯-১)

বাংলাদেশ: ৪১.১ ওভারে ২৮২/৭ (তামিম ৯, লিটন ২৩, শান্ত ৯০, সাকিব ৮২, মাহমুদউল্লাহ ২২, মুশফিকুর ১০, হৃদয় ১৫, মিরাজ ৩, সাকিব ৫; মধুশঙ্কা ১০-১-৬৯-৩, থিকসানা ৯-০-৪৪-২, রাজিথা ৪-০-৪৭-০, চামিরা ৮-০-৫৪-০, ম্যাথিউস ৭.১-১-৩৫-২, সিলভা ৩-০-২০-০)

ফলাফল: বাংলাদেশ তিন উইকেটে জয়ী।

Nagad