সাকিব-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে সেই চাপ সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬৫ রান।

শ্রীলঙ্কার হয়ে ১০৫ বলে ১০৮ রানের ইনিংস খেলেন চারিথা আশালঙ্কা। তিনি পাঁচটি ছক্কা ও ছয়টি চারের শট খেলেন। এছাড়া পাথুন নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৪১ করে রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৩৪ ও মহেশ থিকসানা ২২ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ দলের হয়ে সাকিব ও শরিফুল দুটি করে উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব

Nagad