চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনা: বাস-অটোরিকশার সংষর্ষে নিহত ৭
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশের সড়কে সিএনজিকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন নারী ও শিশুসহ ৭ জন।


নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।