রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল , ডাবল সেঞ্চুরিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

এমনিতেই আফগানিস্তান থেকে বহুগুণ এগিয়ে অস্ট্রেলিয়া। তবুও বিশ্বকাপের মঞ্চে আফগানদের সামনেই বুকে কাঁপন ধরে গেল অসিদের। আফগান স্পিনের সামনে রীতিমতো ডুবতে বসেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নুর আহমদ, রশিদ খান, নাভিন-উল হকদের ঝড়ের সামনে তখন যেন খড়-কুটোর মতো উড়ে যাচ্ছিলো ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।

তবে, শেষ পর্যন্ত বিশ্ব মঞ্চে এমন অঘটন হতে দেননি গ্লেন ম্যাক্সওয়েল। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ান এই অলরাউন্ডার। উপহার দেন ডাবল সেঞ্চুরি। ম্যাক্সওয়েলের এক ক্যাচ মিসেই ম্যাচ মিস করে ফেললো আফগানিস্তান। নিশ্চিত জয়ের ম্যাচটি ফেলে দিলো হাত থেকে। ম্যাক্সওয়েল তখন ছিলেন ৩৩ রানে। অস্ট্রেলিয়ার রান ছিল ১১২। মুজিব ক্যাচটি ধরতে পারলে হয়তো ম্যাচটির বয়স অল্প একটু বাড়তো। কিন্তু এরপরই ইতিহাস রচনা করলেন ম্যাক্সওয়েল।

বিশ্বকাপের শেষ চারের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না আফগানিস্তানের। কিন্তু হলো না । শেষমেশ ২৯১ রানে থামে আফগানরা। এই রান তাড়া করে ম্যাক্সওয়েলের দানবিয় ব্যাটিংয়ে জিতে যায় অস্টেলিয়া। আর তাতেই আফগানদের স্বপ্ন থামিয়ে সেমিফাইনালে চলে গেল প্যাট কামিন্সের দল।