ভারতের বড় জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হলো বাংলাদেশের
আগেই চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হওয়ায় ভারত-নেদারল্যান্ডস ম্যাচটি তাই গুরুত্বহীন ম্যাচে পরিণত হয়। তবে নেদারল্যান্ডসের জন্য ম্যাচটি ছিল বিশেষ কিছু। কেননা বর্তমান সময়ের সেরা দলের বিপক্ষে খেলতে পারাটাই তাদের জন্য পরম পাওয়া। আজকের ম্যাচে ৪১০ রানের বিশাল সংগ্রহ গড়ার পর নেদারল্যান্ডসকে নিয়ে বোলিংয়েও রীতিমতো ছেলেখেলা করেছে রোহিত শর্মার দল। একাদশের ৯ জনই বোলিং করেছেন। ডাচরাও সেই সুবিধা খানিকটা কাজে লাগিয়েছে। ভারতের বিপক্ষে আড়াইশো রান করতে পারাটা তাদের জন্য স্বস্তিরই বটে! যদিও শেষ পর্যন্ত তারা হেরেছে ১৬০ রানের ব্যবধানে।
আর নেদারল্যান্ডসের এই পরাজয়ে শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করলো বাংলাদেশ। বিশ্বকাপের গ্রুপ পর্বে দশ দলের মধ্যে ৮ম হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা নবম ও নেদারল্যান্ডস দশম হয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায়।


রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। দলের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুলও।