আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

আল-জাজিরার বিশ্লেষণ
গাজায় ইসরায়েলি হামলা: শিশুদের জন্য এমন প্রাণঘাতী সংঘাত সাম্প্রতিক সময়ে দেখেনি বিশ্ব

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আজ সোমবার ৩৭তম দিনে পড়েছে। এক মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৫০০টির বেশি শিশু রয়েছে। গত অক্টোবর মাসের শেষ দিকে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সেভ দ্য চিলড্রেন গাজায় ইসরায়েলি হামলায় শিশুদের প্রাণহানি নিয়ে একটি রোমহর্ষক তথ্য জানায়। সংস্থাটির তখনকার তথ্যমতে, ২০১৯ সাল থেকে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোয় নিহত শিশুর বার্ষিক সংখ্যাকে ছাড়িয়ে গেছে গাজায় তিন সপ্তাহে নিহত শিশুর সংখ্যা। ইসরায়েল আকাশপথে হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযান চালাচ্ছে। ফলে গাজায় সাদা কাফনে মোড়ানো ছোট ছোট মৃতদেহের সংখ্যা বেড়ে চলছে। সেই সঙ্গে বাড়ছে শিশুসন্তান হারানো ফিলিস্তিনি পরিবারগুলোর মাতম। সূত্র: প্রথম আলো

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা
বড় যুদ্ধে যাবে না হিজবুল্লাহ
গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর প্রথম চার সপ্তাহ হিজবুল্লাহপ্রধান সাঈদ হাসান নাসরাল্লাহ কার্যত মুখে কুলুপ এঁটে ছিলেন। এক সপ্তাহ আগে তিনি প্রথম প্রকাশ্যে মুখ খোলেন। আগে থেকে বক্তব্য দেবেন বলে ঘোষণা থাকায় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া সংগঠনের নেতা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ ঘোষণা করবেন কি না, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু শেষমেশ অনেকের উত্তেজনার আগুনে পানিই ঢেলে দিয়েছেন নাসরাল্লাহ।নিজের পরিচিত জ্বালাময়ী ভঙ্গিতে আঞ্চলিক ইস্যু নিয়ে হিজবুল্লাহর মতাদর্শই নুতন করে শুনিয়েছেন। তেল আবিবকে হুঁশিয়ারি দিলেও হামাসের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইতে যোগ দেওয়ার মতো কোনো বড় ঘোষণা আসেনি। ইসরায়েলি বাহিনীও নাসরাল্লাহর অনেকটা গতানুগতিক হুঁশিয়ারি আমলে নেয়নি। গাজায় তাদের হামলাও যথারীতি চলতে থাকে। ‘যুদ্ধ ঘোষণার সময় নয়’-গত শনিবার দেওয়া দ্বিতীয় বক্তব্যেও প্রায় একই সুরে কথা বলেন নাসরাল্লাহ। অন্তত দুটি বিষয় ইঙ্গিত দিচ্ছে, তাঁর শনিবারের ভাষণটিও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের উল্লেখযোগ্য ঘোষণা নয়। শনিবার হিজবুল্লাহপ্রধান বক্তব্য দেন তাঁর সংগঠনের পালিত ‘শহীদ দিবস’ উপলক্ষে। প্রায় ৪০ বছর আগে প্রাণ দেওয়া হিজবুল্লাহর এক আত্মঘাতী বোমা হামলাকারীর স্মরণে দিনটি পালিত হয়। সূত্র: কালের কণ্ঠ

বন্ধ হয়ে গেল গাজার সবচেয়ে বড় ২ হাসপাতাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ওই হাসপাতাল দুটি হচ্ছে আল শিফা ও আল কুদস হাসপাতাল। এ ছাড়া আল শিফা হাসপাতালে হামলায় ৩ জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে। খবর আলজাজিরার। সংবাদমাধ্যমটি বলছে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল— আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরাইলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছেন। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরাইল।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস গাজার হাসপাতালগুলোতে ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ আরও বহু রোগী ‘দুঃখজনকভাবে’ মারা যাচ্ছে। সূত্র; যুগান্তর

আল-শিফা হাসপাতালে হামলায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল

Nagad

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় হামলা চালাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি এজিএম-১১৪আর৯এক্স হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন সামরিক সূত্র প্রেসটিভিকে জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খবর পার্স টুডের -হেলফায়ার এমন একটি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরিত না হলেও এর ঘূর্ণায়মান ব্লেডের কারণে এটি তিন ফুট দূরত্বের মধ্যে যে কারো শরীর কেটে ছিন্নভিন্ন করে ফেলে।এই ক্ষেপণাস্ত্র দেড় কিলোমিটার থেকে শুরু করে ৮ কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা সম্ভব। হেলফায়ার ক্ষেপণাস্ত্র ভূমি, সাগর কিংবা আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গাজার আল-শিফা হাসপাতালে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কাজে এমকিউ-১, এমকিউ১সি এবং এমকিউ-৯ ড্রোন ব্যবহার করা হয়েছে। সূত্র: সমকাল


‘আমার এই ফ্যামিলি ফটোর বেশিরভাগ শিশুই আর বেঁচে নেই’

চার বছর আগে আহমেদ আল-নাওক যখন তার পরিবারের সঙ্গে এই সেলফি তুলেছিলেন, সেটি ছিল এক অলস, রৌদ্রোজ্জ্বল শুক্রবারের বিকেল। সেই দিনটির কথা খুব ভালোভাবে মনে আছে তাঁর। বিশেষ করে দিনটির কথা এখন তাঁর আরো বেশি করে মনে পড়ছে।বাড়ির পাশে জলপাই গাছের ছায়ায় তারা ভাইবোন ও তাদের সন্তানদের সঙ্গে নিয়ে খেতে, খেলতে এবং গল্প করতে জড়ো হয়েছিলেন। সবাই মিলে এদিক-ওদিক ছোটাছুটি আর হই-হুল্লোড়ের পর আহমেদ বাচ্চাদেরসহ সবাইকে নিয়ে খেতে বসেন। আহমেদের কাছে এসব এখন শুধুই স্মৃতি। কারণ যাদের ঘিরে এত আনন্দ, এত উপলক্ষ, তাদের অনেকেই আর বেঁচে নেই। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ২২ অক্টোবর আহমেদের বাবা, তিন বোন, দুই ভাই ও ১৪ শিশুসহ পরিবারের ২১ জন সদস্য নিহত হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলার পেছনে ইসরায়েলের যুক্তি হলো, তারা এ অঞ্চল থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমূলে উপড়ে ফেলতে চায়। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

যুক্তরাষ্ট্র-চীনের চিন্তায় অর্থনীতি

য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সানফ্রান্সিসকোতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) সম্মেলন উপলক্ষে জিনপিং আসছেন যুক্তরাষ্ট্রে। এই সফরে তার সঙ্গে বাইডেনের সাক্ষাৎ হবে। এর মাধ্যমে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীলতার বৃত্তে ফিরবে কি না, তাই নিয়ে চলছে আলোচনা। চলতি বছরগুলোতে বিশ্বের প্রধান দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক সম্পর্ক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। এর ফলে বৈশি^ক বিনিয়োগ ও ব্যবসা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা বাড়ছে যা পুরো বৈশ্বিক বাজারব্যবস্থার ওপরই নেতিবাচক প্রভাব তৈরি করছে। তবে বিদ্যমান পরিস্থিতি থেকে বের হয়ে ইতিবাচক ধারায় সম্পর্ককে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। বহুল আলোচিত বৈঠকটির আগে চীনের উদ্দেশ্যে জ্যানেট ইয়েলেন বলেন, চীনের সঙ্গে বৈরী অর্থনৈতিক সম্পর্ক চায় না যুক্তরাষ্ট্র এবং বেইজিংকে বর্তমান বাণিজ্যব্যবস্থা থেকে সরিয়ে দেওয়াও ওয়াশিংটনের লক্ষ্য নয়। সূত্র: দেশ রুপান্তর

অধিকৃত শহরে বিস্ফোরণে নিহত ৩ রুশ কর্মকর্তা
মস্কো-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর মেলিটোপোলে এক বিস্ফোরণে তিন রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন । গতকাল রোববার (১২ নভেম্বর) ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এ দাবি করেছে। খবর রয়টার্স। নীয় প্রতিরোধ গোষ্ঠীগুলো এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে মন্তব্য কিয়েভের গোয়েন্দাদের। রা বলছেন, দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের শহর মেলিটোপোলে গত ১১ নভেম্বর রুশ সেনা কর্মকর্তাদের এক বৈঠকের সময়ে এ বিস্ফোরণ ঘটে। চলমান যুদ্ধের শুরুতে রুশ বাহিনী ইউক্রেনের অঞ্চলটি দখল করে নেয়।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ টেলিগ্রামের এক বার্তায় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বেশ কিছু অফিস দখল করে নেয় রুশ সেনারা। যার ফলে স্থানীয়রা প্রতিশোধ নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে।তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বণিক বার্তা ।

শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহে ইসরায়েলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল হামাস: নেতানিয়াহু

ইসরায়েলি হামলার ভয়াবহতা ও তীব্রতার মুখে নানা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতালটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়াই আল-শিফা হাসপাতাল বন্ধ হওয়ার মূল কারণ। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হাসপাতালটিতে জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে হামাস। গাজার প্রধান ও সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক ঘাঁটি আছে। ইসরায়েলের এমন অভিযোগ কি অসংখ্য অসুস্থ মানুষ এবং শিশুদের জীবনকে বিপন্ন করে তোলার জন্য যৌক্তিক ব্যাখ্যা কিনা-গত রোববার এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নেতানিয়াহু। জবাবে তিনি বলেন, হামাস যোদ্ধারা লুকিয়ে আছে হাসপাতালটিতে। তারা হাসপাতালের জন্য জ্বালানি চায় না। তারা এমন জ্বালানি চায় যেটা নিজেদের সুড়ঙ্গে নিয়ে যেতে পারবে। সূত্র: আজকের পত্রিকা।

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিজেদের তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাংশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে হেলিকপ্টারটিতে জ্বালানি ভরার সময় সেটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে তারা। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিজেদের তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে প্রভাশালী দেশটি সেখানে দু’টি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান মোতায়েন করেছে। কিন্তু হেলিকপ্টারটি কোথা থেকে আকাশে উড়েছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়নি, জানিয়েছে বিবিসি। সূত্র: বিডি নিউজ

গাজা ডায়েরি- জানি না যেদিন আমাদের কাহিনী প্রকাশ পাবে, ততদিন আমরা বাঁচব কি না

যুদ্ধ বিধ্বস্ত গাজায় বোমা আক্রমণের মাঝে জীবন কেমন সে সম্পর্কে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জন্য দিনপঞ্জিকা লিখছেন চার জন- কীভাবে সবাই সারাটা দিন খাবার আর জল খুঁজে বেড়াচ্ছেন, বিমান হানা থেকে বাঁচতে রাত্রিকালীন আশ্রয়স্থলে থাকছেন আর পরদিন সকাল পর্যন্ত যাতে বেঁচে থাকা যায় সেই প্রার্থনা করে চলেছেন। গত সাতই অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ২৪২কে জিম্মি হিসাবে রাখা হয়েছে। তারপরই এই বিমান হামলা শুরু হয়। দুর্বল ফোনের নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্ল্যাক-আউটের কারণে যোগাযোগ বজায় রাখা একটি কঠিন কাজ। কিন্তু আমাদের পরিচিতরা যখনই সম্ভব তখনই মেসেজ এবং ভিডিও মেসেজ পাঠাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা।