আমি হব অশিক্ষিতের কবি : আবদুল আউয়াল মিলন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

আমি হব অশিক্ষিতের কবি
আবদুল আউয়াল মিলন

সুশিক্ষিত শিক্ষা দিয়ে যায়
অশিক্ষিত শোধে তাঁদের ঋণ
শিক্ষিত লোক দুর্নীতিবাজ হয়
চেতনা তার হয়না কোনদিন।

অশিক্ষিত নোয়ায় ভয়ে মাথা
সুশিক্ষিত ভয়ের কারণ নয়
শিক্ষিত সব অহংকারী খুব
উদারতা বগলদাবা হয়।
শিক্ষিতরা অন্ধকারের রাজা
অশিক্ষিত প্রজা হয়ে রয়
সুশিক্ষিত ভয়ে প্রমাদ গণে
কখন আবার কী না জানি হয়!

অশিক্ষিত ঘোরায় কলের চাকা
সুশিক্ষিত তেলের যোগান দেয়
শিক্ষিতরা ওড়ায় বুলি ফাঁকা
সুযোগ বুঝে ম‌ওকা লুফে নেয়।

শিক্ষিতরা ফোটায় পটকা-বোমা
অশিক্ষিত দেশের তরে লড়ে
সুশীল সমাজ শোনায় নীতিকথা
শিক্ষিতরা থোড়া-ই কেয়ার করে!

তাইতো আমি ঠিক করেছি এবার
সুশিক্ষিত,শিক্ষিতজন সবি’
ছেড়ে দিয়ে ভদ্রলোকের সমাজ
আমি হব অশিক্ষিতের কবি।

Nagad

সারাদিন. ১৩ নভেম্বর. আর