বাংলাদেশকে উৎপাদনে বৈচিত্র্য আনতে পরামর্শ দিয়েছে ইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে বাংলাদেশকে উৎপাদনে বৈচিত্র্য আনতে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকের সময় এই পরামর্শ দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতের ওপর বাংলাদেশ নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের পরামর্শ ছিল, আপনারা (বাংলাদেশ) আরএমজি খাতের ওপর অনেকখানি ডিপেন্ডডেন্ট, অন্যান্য সোর্সগুলোতেও আপনারা চেষ্টা করেন। উৎপাদনে বৈচিত্র্য এলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, তেমনই ইউরোপীয় ইউনিয়নের জন্যও ভালো হবে।

চায়না থেকে ডিপেন্ডডেনসিটা একটু শিফট করতে চাই বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

তিনি বলেন, জিএসপি নিয়ে কথা হয়েছে। এটি নিয়ে এর আগে তারা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণ নিয়েও কথা হয়েছে। এর বাইরে বাকি কিছু থাকলেও তা নিয়ে কাজ চলছে।

Nagad

শ্রমিক আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা ছিল না।