কোহলি-শ্রেয়াসের সেঞ্চুরিতে ৩৯৭ রানের পাহাড় ভারতের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

বিরাট কোহলি হাঁকালেন বিশ্বরেকর্ডগড়া সেঞ্চুরি। যেটি ওয়ানডেতে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড শচীনের দখলে থাকা রেকর্ড ভেঙে দিয়েছে। ২০০৩ বিশ্বকাপে শচীনের করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ব্যক্তিগত ৮০ রানের সময় শচীনকে পেছনে ফেলেন কোহলি। কোহলিকে সঙ্গ দিয়েন শ্রেয়াস আইয়ার। করেছেন তিনিও সেঞ্চুরি।

মারকুটে ব্যাটিংয়ে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁলেন শ্রেয়াস আয়ারও। জোড়া সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়েছে ভারত। অর্থাৎ ফাইনালে যেতে কিউইদের করতে হবে ৩৯৮ রান।

নিউজিল্যান্ডের টিম সাউদি ১০০ রান খরচায় নেন ৩টি উইকেট।