তীব্র বাতাস ও তুষারপাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, নিহত ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

রাশিয়ার আক্রমণের মধ্যেই ইউক্রেনে এবার আঘাত হেনেছে তীব্র তুষারঝড়। ঝড়ে সৃষ্ট তীব্র বাতাস ও তুষারপাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৩ জন। আর এতেই দেশটির জরুরি পরিষেবাগুলো বেশ চাপে রয়েছে। কারণ রাশিয়ার আগ্রাসনের জন্য ইতোমধ্যে চাপে রয়েছে দপ্তরগুলো। খবর এএফপির।

ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপেও আঘাত হেনেছে ঝড়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক পোস্টে লেখে, বৈরী আবহাওয়ার জন্য ইউক্রেনজুড়ে ১০ জন মারা গেছে, যার মধ্যে শিশুও রয়েছে।’

এএফপি বলছে, রাশিয়ার প্রায় দুই বছরের আগ্রাসনের কারণে ইউক্রেনের জ্বালানি গ্রিড ও উদ্ধার পরিষেবাগুলোকে বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা প্রদেশ। সেখানকার জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা আড়াই হাজার মানুষকে নিরাপদে নিয়ে এসেছে।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, বিরূপ আবহাওয়ায় সেখানে পাঁচজন মারা গেছেন। এছাড়া, তুষারে আটকে পড়া থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষকে। সূত্র: রয়টার্স

Nagad