বিশেষ অবদানের জন্য যারা পেলেন “রোকেয়া পদক ২০২৩”
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ সামাজিক উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং নারী জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী৷
এবারের পদকপ্রাপ্ত নারীরা হলেন: নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর), নারী অধিকারে রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লী উন্নয়নে ঠাকারগাঁও জেলার রনিতা বালা এবং নারী জাগরণে লক্ষ্মীপুরের নিশাত মজুমদার।


বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।
তিনি লিখিত বক্তব্যে বলেন, পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।
আগামী ৯ ডিসেম্বর সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পদক নিবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেগম রোকেয়া দিবসে সকল দশটায় ওসমান ওসমানীর স্মৃতি মিলনাতনে বিশিষ্ট এইসব নারীদের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বাণী সহ বিশেষ অনুরোধপত্র ও স্মরণিকা পুরস্কার হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই উদযাপন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দেশের সকল জেলা উপজেলায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সারাদিন. ৭ ডিসেম্বর