প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৫৬১টি আপিল আবেদন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলের জন্য পঞ্চম ও শেষ দিনে ১৩১টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এদিকে সব আপিল আবেদন নিয়ে রোববার (১০ ডিসেম্বর) থেকে শুনানি শুরু করবে কমিশন।

শনিবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন পড়েছে ৫৬১টি। এসব আপিল আবেদনের ওপর আগামীকাল রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দেবে কমিশন। আজ আপিল আবেদনের শেষদিন মোট ১২৩টি আবেদন জমা পড়েছে। তবে কোন দলের কতটি আবেদন পড়েছে তা পরে জানা যাবে বলেও জানান তিনি।

আপিল শুনানি শুরু হবে রোববার (১০ ডিসেম্বর), চলবে শুক্রবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। আপিলকারীদের আশা, কমিশনে ন্যায়বিচার পাবেন তারা।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Nagad