আশা জাগিয়েও এবার পারল না বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় মানেই বড় অর্জন। ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে দীর্ঘ দিনের সেই আক্ষেপ মোচন করেছিল বাংলাদেশ। এবার সিরিজ জিতে ইতিহাস রচনার দ্বারপ্রান্তে ছিল টাইগাররা। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে চতুর্থ দিনে টেস্ট সিরিজ জয়ের দৃশ্যপটও তৈরি করেছিল শান্ত বাহিনী।

কিন্তু মাত্র ১৩৭ রানের টার্গেট ছুড়ে দিয়ে নিউ জিল্যান্ডকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। ৬৯ রানেই তারা তুলে নিয়েছিল কিউইদের ৬ উইকেট। কিন্তু এরপর দেয়াল হয়ে দাঁড়িয়ে যান গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। সপ্তম উইকেটে তারা দুজন ১২.৫ ওভারে ৫.৪৫ গড়ে ৭০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফিলিপস ৪টি চার ও ১ ছক্কায় ৪০ রানে ও স্যান্টনার ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এর সমতার মধ্য দিয়ে শেষ হলো।

স্কোর
প্রথম ইনিংস:বাংলাদেশ: ১৭২/১০ ও নিউ জিল্যান্ড: ১৮০/১০।
দ্বিতীয় ইনিংস: বাংলাদেশ: ১৪৪/১০ ও নিউ জিল্যান্ড: ১৩৯/৬
ফল: নিউ জিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: গ্লেন ফিলিপস
সিরিজ সেরা: তাইজুল ইসলাম
সিরিজ: ১-১ এ সমতা।