বিএনপি নেতা রবিউলসহ ২২ জনের তিন বছরের কারাদণ্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

দণ্ডিতদের মধ্যে রবিউল ইসলামসহ নয়জন কারাগারে আছেন। সংগৃহীত ছবি

পাঁচ বছর আগে রাজধানীর ধানমণ্ডি থানার নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ২২ জনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আব্দুল আজিজ, সাবের হোসেন, কালাম, ফছেৎ, আশরাফ আলী, অস্ত্রধারী হান্নান ওরফে হান্নান খান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের মানিক, আবু কাওসার ভূঁইয়া, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুক, মজিবুর রহমান মজু, আনিসুর রহমান শিবলু, ইয়াসিন ওরফে বোমারু ইয়াসিন।

বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডিতদের মধ্যে রবিউল ইসলামসহ নয়জন কারাগারে আছেন। অপর ১৩ আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৮ সালের জুলাই মাসে নাশকতার অভিযোগে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।

এক ধারায় তাদের আড়াই বছর এবং আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে রবিউল ইসলাম ৯ জন কারাগারে আছেন। অপর ১৩ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৮ সালের জুলাই মাসে নাশকতার অভিযোগে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।

Nagad