আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

চলন্ত ট্রেনে আতঙ্কের ভোর
পুলিশের ধারণা, আগুন দিয়ে দুর্বৃত্তরা বিমানবন্দর স্টেশনে নেমে যায়।

জানানো হয়নি চালককে, পুড়তে থাকা ট্রেন যায় ১২ কিলোমিটার।
২৮ অক্টোবরের পর ট্রেনে নাশকতার পাঁচ ঘটনায় ৫ জনের মৃত্যু।
রেললাইনে আরও ১৯টি অগ্নিসংযোগ এবং ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল সোমবার রাত ১১টার দিকে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে ট্রেনটি যখন ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায়, তখনই সেটিতে আগুন দেওয়া হয়। এতে পুরোপুরি পুড়ে যায় তিনটি বগি। যাত্রীদের একাংশ বিমানবন্দর রেলস্টেশনে নেমে গিয়েছিলেন। বাকিদের বেশির ভাগ ছিলেন ঘুমিয়ে। ট্রেনে নারীরা ছিলেন, শিশুরা ছিল, ছিলেন প্রবীণেরাও। সবাই দেখলেন, আগুন ছড়িয়ে পড়ছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে পুরো বগি। এর মধ্যে চিৎকার, কান্না। মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনার এই বর্ণনা পাওয়া যায় বেঁচে যাওয়া যাত্রীদের মুখ থেকে। তাঁরা আরও জানিয়েছেন, বিমানবন্দর স্টেশন এলাকায় আগুন দেওয়ার পর ট্রেনটি থামে প্রায় ১২ কিলোমিটার দূরে এসে ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায়। তখন হুড়োহুড়ি করে যাত্রীরা নেমে যান। কেউ কেউ লাফিয়ে পড়েন। ট্রেনটি তেজগাঁওয়ে থামার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। সূত্র: প্রথম আলো

ভোটের হাওয়ায় দেশ, পাঁচ বিভাগে যাচ্ছেন শেখ হাসিনা

সারা দেশে গত সোমবার থেকে আনন্দ-উল্লাসে ভোটের প্রচার শুরু করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন তাঁরা। প্রচারণার পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। ভোটারদের সঙ্গে কথা বলছেন প্রার্থীদের প্রতিনিধিরা।বিলিয়েছেন প্রচারপত্র।নির্বাচনআওয়ামী লীগের নির্বাচনী প্রচারে আজ বুধবার মাঠে নামছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি আজ সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী সফর শুরু করবেন। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।সেই জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু করবেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করে বিজয় শোভাযাত্রা। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রের পাশাপাশি সারা দেশে শোভাযাত্রা করে আওয়ামী লীগ। বিভিন্ন সভায় অংশ নিয়ে সংক্ষিপ্ত বত্তৃদ্ধতা দিয়েছেন প্রার্থীরা। সূত্র: কালের কণ্ঠ

বিশাল বাজেটের নির্বাচন
সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২২৭৬ কোটি ২২ লাখ টাকা * উপজেলা নির্বাচনে ব্যয় ধরা হয়েছে ১৬১৬ কোটি ১৭ লাখ টাকা * জাতীয় সংসদের প্রতিটি আসনের সম্ভাব্য ব্যয় ৭ কোটি ২২ লাখ ৬১ হাজার টাকা

Nagad

বিশাল বাজেটের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২২৭৬ কোটি ২২ লাখ টাকা। ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হবে প্রায় ১২২৫ কোটি ৬২ লাখ টাকা। বাকি ১০৫০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে নির্বাচন পরিচালনা কার্যক্রমে। একক হিসাবে প্রতিটি আসনের নির্বাচন আয়োজন করতে ইসির (নির্বাচন কমিশন) ব্যয় হচ্ছে ৭ কোটি ২২ লাখ ৬১ হাজার টাকা। ইসিসংশ্লিষ্টরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যে অঙ্কের টাকা ব্যয় হচ্ছে, তা বিগত সব নির্বাচনের ব্যয়কে ছাড়িয়ে যাবে। এ নির্বাচন অনুষ্ঠানে ব্যয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা। যদিও পরে তা অনেক বেড়েছিল। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে খরচ হয় প্রায় তিনশ কোটি টাকা। যদিও ওই সময়ে ১৫৩টি আসনে ভোটগ্রহণ করা হয়। বাকি আসনগুলোতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ইসির ব্যয় হয় প্রায় দুইশ কোটি টাকা। সূত্র: যুগান্তর

অবরোধ ও বৃষ্টির ছুতায় ফের সবজির দর চড়া

শীতের সবজির সমারোহের মধ্যে যেখানে কমার কথা, সেখানে হঠাৎ আবার চড়া হয়ে উঠেছে এর দাম। গত দুই দিনে কয়েকটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। কোনোটির দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এর জন্য ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত সপ্তাহে হওয়া বৃষ্টি আর কম সরবরাহকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন সবজি বিক্রেতারা। মঙ্গলবার ঢাকার হাতিরপুল, কারওয়ান বাজার, শান্তিনগর বাজারে দেখা গেছে, শীতের অন্যতম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। তিন দিন আগেও শিমের কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা। মাসখানেক ধরে গোল বেগুনের কেজি ৬০ টাকার আশপাশের দরে বিক্রি হচ্ছিল। কিন্তু এখন বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে গতকাল বিক্রি হয়েছে ৮০ টাকায়। বছরের এ সময়ে টমেটোর দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকে। কিন্তু এখন টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। সূত্র: সমকাল

প্রচারে শুরুতেই বিধি লঙ্ঘনের হিড়িক

প্রার্থিতা প্রত্যাহার শেষে গত সোমবার প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। তবে প্রচারণার শুরুতেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখা যাচ্ছে। নির্বাচনি প্রচারে মিছিল শোডাউন নিষিদ্ধ থাকলেও কেউ তা মানছেন না। যদিও নির্বাচনি অনুসন্ধান কমিটি বেশ কয়েকজন প্রার্থীকে শোকজ করেছে। নির্বাচনি প্রচারের সময় প্রার্থীদের বেশ কিছু নিয়মকানুন মানার নির্দেশনা থাকলেও কেউ তা মানছে না। নির্বাচনে পোস্টার রঙিন করায় নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই মানছেন না। জনসাধারণের চলাচলের অসুবিধা হয়, এমন কোনো কর্মকাণ্ড থেকে প্রার্থীদের বিরত থাকার নির্দেশনা থাকলেও প্রার্থীদের শোডাউনের কারণে ঢাকাসহ বিভিন্ন নির্বাচনি এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সভা করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করে অনুমতি নেওয়ার বিধান থাকলেও কোনো প্রার্থী তা মানছেন না। মাইকে প্রচার হতে হবে দুপুর ২টা থেকে রাত ৮টা মধ্যে। নির্বাচনি এলাকায় প্রতি ইউনিয়ন আর পৌর ও সিটি এলাকার ওয়ার্ডপ্রতি নির্বাচনি ক্যাম্প করতে হবে একটি। আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম রাজধানীর শান্তিনগরে গণসংযোগ করেছেন। এ ছাড়া ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান যাত্রাবাড়ীতে গণসংযোগ করেছেন। ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত গতকাল ক্যান্টনমেন্ট থানার কালীবাড়ি থেকে নির্বাচনি প্রচার শুরু করেন। ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন। এ ছাড়া ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম নেতা-কর্মীদের নিয়ে শ্যামপুরের আলী বহর এলাকায় গণসংযোগ করেন। সূত্র: বিডি প্রতিদিন।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.২ শতাংশ করেছে এডিবি

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা আছে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রপ্তানির মন্থর অবস্থার পাশাপাশি অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি। তাই চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.৫ শতাংশ থেকে ৬.২ শতাংশে নামিয়েছে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগিতা সংস্থাটি। এডিবির ঢাকা অফিসের একজন কর্মকর্তা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলন সংশোধন করে কমানো হয়েছে। প্রধান রপ্তানি বাজারগুলোয় অর্থনৈতিক গতিমন্থরতার মধ্যে বাংলাদেশের রপ্তানি ও উৎপাদনে মাঝারি অবস্থা বিরাজ করছে। এর সাথে জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং অব্যাহত মূল্যস্ফীতিকে আমলে নিয়ে এই সংশোধনী আনা হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চাহিদায় মন্দা ও ডলার সংকট
সক্ষমতা বাড়িয়ে বিপাকে সিমেন্ট উদ্যোক্তারা

অর্থনীতির শ্লথগতি ও ডলার সংকটের প্রভাবে বিপাকে পড়েছেন দেশের সিমেন্ট খাতের উদ্যোক্তারা। একদিকে সিমেন্টের চাহিদা কমেছে, অন্যদিকে ডলারের সংস্থান না হওয়ায় প্রয়োজনমতো কাঁচামাল আমদানি সম্ভব হচ্ছে না। ব্যবসায় নগদ প্রবাহ কমলেও বাড়তে শুরু করেছে ব্যাংক ঋণের চাপ। এ অবস্থায় সামনের বছরগুলোয় সরকারি উন্নয়ন প্রকল্পের গতি শ্লথ হয়ে এলে গোটা খাত বড় ধরনের বিপত্তিতে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত এক যুগে সিমেন্ট খাতের আকার বেড়েছে তিন গুণের মতো। সিমেন্ট খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনভুক্ত (বিসিএমএ) চালু সিমেন্ট কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। প্রতিষ্ঠানগুলোর মোট উৎপাদন সক্ষমতা ৮ কোটি ৫০ লাখ টন। বর্তমানে সিটি গ্রুপ, ক্রাউন সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ইউকে বাংলা সিমেন্ট ও দুবাই-বাংলা সিমেন্টসহ আরো বেশকিছু প্রতিষ্ঠান তাদের সক্ষমতা বাড়াচ্ছে। এতে সামনের বছর দেশের সিমেন্ট খাতের উৎপাদন সক্ষমতা ১০ কোটি টনে উন্নীত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ভবিষ্যতের বাজার সম্ভাবনা ও চাহিদার কথা মাথায় রেখে ধারাবাহিকভাবে উৎপাদন সক্ষমতা বাড়িয়েছেন উদ্যোক্তারা। কিন্তু ডলার সংকট ও স্থানীয় অবকাঠামো খাতে চাহিদা হ্রাস বিপাকে ফেলে দিয়েছে তাদের। সূত্র: বণিক বার্তা।

অভিযোগ রিজভীর
সরকার নাশকতা করে হরতালকারীদের ওপর চাপাচ্ছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার পরিকল্পিতভাবে নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। কে এই ঘটনা ঘটিয়েছে তা সুস্পষ্ট। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে।’ গতকাল মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের ‘মানবতার শত্রু’ উল্লেখ করে রিজভী বলেন, ‘একই ট্রেন কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিল। একই ট্রেন দুবার আক্রান্ত হয়েছে। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। আমাদের বিশ্বাস, সরকার এর জন্য দায়ী।’ ঘটনার সঙ্গে যে সরকার জড়িত তার প্রমাণ তুলে ধরে তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক, শয্যা প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। হঠাৎ কেন এমন চিঠি? সবার মনে সন্দেহ জাগছে। তেজগাঁওয়ের ঘটনা কারা করেছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। সূত্র: দেশ রুপান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসারা দেশে নৌকা-স্বতন্ত্র সংঘর্ষে আহত ৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর, নেত্রকোনা, রাজশাহী ও গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ছাড়া জয়পুরহাট ও জামালপুরে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে ও গতকাল মঙ্গলবার এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক স্বতন্ত্র প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ৫৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, যশোর-১ আসনে নেতা-কর্মীদের নিয়ে প্রচারের সময় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের ২ নম্বর ফটকের সামনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর হামলা হয়। নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীনের সমর্থকেরা এ হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে আশরাফুল আলম লিটনসহ ছয়জন আহত হন। এ ঘটনায় স্থলবন্দরে এক ঘণ্টা পণ্য খালাস বন্ধ ছিল। সূত্র: আজকের পত্রিকা ।

ট্রেনে আগুন: হত্যার অভিযোগে মামলা, আসামি ‘অজ্ঞাত’
এ ঘটনার তদন্তে র‌্যাব, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে।

হরতালের মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগিয়ে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন বলে ওসি ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস জানান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নাশকতা এবং হত্যার অভিযোগে মামলাটি হয়েছে। মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা বলা হয়েছে।” সূত্র: বিডি নিউজ