আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেন বাহিনী আরও ৫ লাখ সেনা চায়: জেলেনস্কি
রাশিয়ার বিপক্ষে যুদ্ধের দুই বছর পূর্তির প্রাক্কালে ইউক্রেনবাহিনী আরও ৫ লাখ মানুষকে সেনা কার্যক্রমে দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ নিয়ে কিয়েভে মঙ্গলবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।জেলেনস্কি বলেন, কমান্ডাররা সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ সেনা সদস্য চান। বিষয়টিকে ‘সংবেদনশীল’ এবং ‘ব্যয়বহুল’ উল্লেখ করেছেন তিনি। সেনাবাহিনীর এই উদ্যোগে সমর্থন দেওয়ার আগে বিস্তারিত জানা দরকার বলেও মনে করেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেনা সংখ্যার বিষয়ে তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে ৫ লাখ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে অনেকটা জটিল পরিস্থিতে রয়েছে ইউক্রেন। নতুন সহায়তা তহবিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনয়নভুক্ত দেশগুলো থেকে অনিশ্চয়তার খবর আসছে। এর মধ্যে যুদ্ধের ময়দানে ইউক্রেন বাহিনীতে আরও সেনা বাড়ানোর ইচ্ছার কথা জানালেন জেলেনস্কি। আরও সেনা মোতায়েনের অর্থ খরচ বাড়ানো। সূত্র: প্রথম আলো


গাজায় নিহতের সংখ্যা ১৯,৬০০ ছাড়াল
৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭-এ দাঁড়িয়েছে। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না জানিয়ে আল-কুদরা আরো বলেছেন, ইসরায়েলি হামলায় এ পরযযন্ত ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে। এ ছাড়া ৯৯ জন চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী কঠোর অবস্থায় আটকে রেখেছে বলেও জানান আল-কুদরা। তিনি বলেন, আটককৃতদের মধ্যে আল-শিফা, আল-আদওয়া এবং কামাল আদওয়ান হাসপাতালের পরিচালকরা রয়েছেন। সূত্র্র: কালের কণ্ঠ
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল চীন
মৃত বেড়ে ১২৭, আহত ৫৩০ : ১ লাখ ৫৫ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের গানসু ও কিংহাই প্রদেশ। সোমবার মধ্যরাতের কিছু আগে ৬.২ মাত্রার ভূমিকম্পে দুই প্রদেশে এ পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫৩০ জনেরও বেশি। এর মধ্যে গানসু প্রদেশে মারা গেছে ১০৫ জন আর আহতের সংখ্যা ৩৯৭ জন। কিংহাই প্রদেশে এ পর্যন্ত ১৩ জন নিহত ও ১৮২ জন আহতের খবর পাওয়া গেছে। এএফপি, গার্ডিয়ান।এদিনের ভূমিকম্পের কেন্দ স্থল ছিল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিমি. দূরে মাটি থেকে মাত্র ১০ কিমি. গভীরে। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পের পর এই দুই প্রদেশের গ্রামগুলোতে গভীর ফাটল। সেই সঙ্গে ধসে পড়েছে বিভিন্ন ভবন ও ঘরবাড়ি। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি অনুযায়ী, ভূমিকম্পে দুই প্রদেশের এক লাখ ৫৫ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চায়না আউটলেটকে মিস্টার কিন নামে একজন বলেন, ‘ভূমিকম্প টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পরিবারকে ঘুম থেকে জাগিয়ে তুলি। আমরা এক নিঃশ্বাসে ১৬ তলা থেকে নেমে এসেছি।’ মা ওয়েনচাং নামের আরেক বাসিন্দা বলেন, ‘আমার বয়স ৭০। আমি আমার জীবনে এর আগে এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমি আর নিজের বাড়িতে থাকতে পারব না। কারণ ভূমিকম্পের আঘাতে এটি বিপজ্জনক হয়ে পড়েছে।’ সূত্র: যুগান্তর
ভারতে সাময়িক বরখাস্ত আরও ৪৯ এমপি
লোকসভায় হামলা নিয়ে হট্টগোল
ভারতের লোকসভার নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার আরও ৪৯ বিরোধি সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিষ্টাচারবহির্ভূতভাবে সংসদের অভ্যন্তরে প্রতিবাদ করার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লা তাদের বরখাস্ত করেন। সোমবার একই অভিযোগে বহিষ্কৃত হন ৭৮ সংসদ সদস্য। সব মিলিয়ে তিন দিনে নজিরবিহীনভাবে ১৪১ জন বিরোধীদলীয় সংসদ সদস্যকে চলতি শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হলো। ভারতের লোকসভায় মোট সংসদ সদস্য ৫৪৩ জন। এর মধ্যে চলমান লোকসভায় বিজেপি বা তাদের শরিক দল মিলিয়ে ৩৩৬ জন সংসদ সদস্য আছেন। বিপরীতে কংগ্রেস বা বিজেপি-বিরোধী শিবিরে রয়েছেন ২০৬ জন এবং নির্দলীয় হিসেবে নির্বাচিত হয়ে সংসদে আছেন ১১৩ জন সদস্য। তিন দিনে বিজেপি-বিরোধী প্রায় ছয়টি রাজনৈতিক দলের সংসদ সদস্যদের এভাবে গণহারে বরখাস্তের ঘটনা ভারতের সংসদীয় ইতিহাসে নজিরবিহীন এবং বিরলতম বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, একদিকে এই ধরনের প্রতিবাদ করা যেমন বিরল, তেমনি প্রতিবাদের কারণে একসঙ্গে এতজন সংসদ সদস্যকে পুরো অধিবেশন থেকে বহিষ্কার করাও নজিরবিহীন। সূত্র: সমকাল
মুমূর্ষু রোগীদেরও বন্দি করে নিয়ে যাচ্ছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনী গাজার একটি হাসপাতাল থেকে ২৪০ জনকে আটক করেছে। এর মধ্যে ৮০ মেডিকেল স্টাফ, ৪০ রোগী যাদের মধ্যে কয়েকজন মুমূর্ষু রোগী এবং ১২০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিক। ওই হাসপাতালের পরিচালক আহমেদ মুহান্নাসহ ছয়জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা জানান, গাজার উত্তরাঞ্চলের আল আওদা হাসপাতালকে সামরিক ব্যারাক বানিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার লোকজনকে বন্দি করে রাখা হয়েছে। আলজাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে খাবার, পানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য তীব্র হাহাকার চলছে। এর মধ্যেই সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য যেন এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পৃথিবীর আলো দেখতে না দেখতেই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। সূত্র: বিডি প্রতিদিন।
জিম্মিদের বিষয়ে ‘গণহত্যার যুদ্ধ’ বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়: হামাস
এর আগে জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহের ইঙ্গিত দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
গাজায় ইসরায়েলি ‘গণহত্যার যুদ্ধ’ বন্ধ না করা পর্যন্ত জিম্মিদের বিষয়ে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর আগে জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহের ইঙ্গিত দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা যুদ্ধ বন্ধের বিষয়ে যে কোনো উদ্যোগে প্রস্তুত রয়েছে।তিনি বলেন, ‘আমরা অব্যাহত ইসরায়েলি গণহত্যার এই যুদ্ধের মধ্যে জিম্মি বিনিময়ের বিষয়ে যে কোনো ধরনের আলোচনা খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করছি।’তিনি যোগ করেন, ‘তবে আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের মানবিক সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে যে কোনো উদ্যোগের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে।’এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তার দেশ ‘জিম্মিদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি এবং অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত’।হারজগের কার্যালয়ের তথ্যমতে, রাষ্ট্রদূতদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে কারাবন্দি ইমরান খানের বক্তৃতা প্রচার
কারাগার থেকে পাকিস্তানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বক্তৃতা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠের অনুকরণে এ বক্তব্য প্রচার হয়। খবর সিএনএন। গত আগস্ট থেকে কারাবন্দি তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। আরো দাবি করেন, ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখতেই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।এর আগে গত মে মাসে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানের সব টেলিভিশন তার বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করা হয়। ওই সময় পাকিস্তান জুড়ে সহিংস পরিস্থিতি তৈরি হয়। এর ফলে দেশটিতে তিনদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। সূত্র: বণিক বার্তা
প্রশ্ন করাই যেন গর্হিত অপরাধ
কতজন রাজ্যসভার বা কতজন লোকসভার বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ভারতের গণতন্ত্রের ‘মন্দির’ থেকে তা অবান্তর প্রশ্ন। সংখ্যাটা এক হতে পারে অথবা একশো, কিস্যু যায় আসে না। গণতন্ত্রের পক্ষে দিনটা খারাপ এটা অস্বীকার করার উপায় নেই। যে পদ্ধতিতে বিরোধী দলের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ। কয়েকদিন আগে পার্লামেন্টে বিজেপি সাংসদের কাছ থেকে পাস জোগাড় করে পার্লামেন্টে যে যুবকরা অনধিকার প্রবেশ করে ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিলেন, তাদের উদ্দেশ্য যাই হোক, তাদের বক্তব্য অনুযায়ী দেশের বেকারী, কৃষক আত্মহত্যা, অর্থনৈতিক বৈষম্য নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই সাংসদ অভিযান। যুবদের গোষ্ঠী পরিচয় আবার ভগৎ সিং ফ্যান ক্লাব। অনেকেরই হয়তো মনে পড়বে অখণ্ড ভারতে পাঞ্জাবের অসম সাহসী তিন যুবা ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, পার্লামেন্টে সশব্দে বোমা ফাটিয়ে। তখনো ভগৎ সিং ও তার বন্ধুদের দাবি ছিল সরকারের বধিরতা ভাঙতেই তাদের বোমা হামলা। সূত্র: দেশ রুপান্তর
বহুজাতিক টহলেও কাজ হবে না, হুতিদের হুংকার
ইসরায়েল-হামাস সংঘাতের জেরে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কার্যকলাপ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ যৌথভাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত ও এডেন উপসাগরে টহলের সিদ্ধান্ত নিয়েছে। তবে বহুজাতিক টহল কোনো কাজে আসবে না বলে দাবি করেছে হুতিরা। সংগঠনটির একজন সিনিয়র নেতা বলেছে—আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন লোহিত সাগরে হুতিদের জাহাজ আক্রমণ করা থেকে থামাতে পারবে না। মঙ্গলবার আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, ‘মার্কিনদের গঠিত জোটের কাজ হলো—ইসরায়েলকে রক্ষা করা এবং ন্যায্যতা ছাড়াই সাগরে সামরিকীকরণ করা। ইয়েমেন (হুতিদের) গাজার সমর্থনে তাদের বৈধ কার্যক্রম চালিয়ে যাওয়া থেকে বিরত হবে না।’ সূত্র: আজকের পত্রিকা।
প্রতিরক্ষা চুক্তি করছে ডেনমার্ক-যুক্তরাষ্ট্র
এ চুক্তির আওতায় ডেনমার্কে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র
ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা চুক্তিতে উপনীত হয়েছে। এ চুক্তির আওতায় ডেনমার্কে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন একথা জানিয়েছেন। চলতি মাসে যুক্তরাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের পর এবার ডেনমার্কের সঙ্গেও ১০ বছর মেয়াদী এই চুক্তির ঘোষণা এল।এক সংবাদ সম্মেলনে ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেছেন, “এ চুক্তির অর্থ হল, ডেনমার্কের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক সরঞ্জাম স্থায়ীভাবে মোতায়েন করা যাবে।”তিনি জানান, গত বছর ফেব্রুয়ারিতে এ চুক্তি নিয় দুই দেশ আলোচনা শুরু করেছিল। চলতি সপ্তাহ শেষে চুক্তিটি সই করা হবে এবং এখন থেকে প্রায় ১ বছর সময়ের মধ্যে প্রয়োজনীয় আইন পাসের পর চুক্তিটি কার্যকর হবে।সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে ফিনল্যান্ড। ডিসেম্বরের শুরুতে সুইডেনও একই ধরনের চুক্তি করেছে। সূত্র: বিডি নিউজ