আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

ট্যাংকারে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ ইরানের

ভারতের উপকূলে একটি ট্যাংকার লক্ষ্য করে ইরান থেকে ড্রোন ছোড়া হয়েছিল বলে ওয়াশিংটনের করা অভিযোগ নাকচ করেছে তেহরান। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকারে ড্রোন হামলা নিয়ে ওয়াশিংটনের অভিযোগকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে।গত শনিবার জাপানের মালিকানাধীন একটি রাসায়নিক ট্যাংকার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এএফপির প্রতিবেদনে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায়।পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশ্যে এ হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করে।যুক্তরাষ্ট্রের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তাঁরা এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছেন। এ দাবি অর্থহীন। সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্র অভিমুখে হাজারো অভিবাসনপ্রত্যাশী
স্থানীয় গণমাধ্যম বলছে, এই কাফেলার বেশির ভাগ অভিবাসনপ্রত্যাশী কিউবা, হাইতি ও হন্ডুরাসের বাসিন্দা। তবে কেউ কেউ বাংলাদেশ ও ভারত থেকেও সেখানে গেছে

মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি দল গত রবিবার হেঁটে যুক্তরাষ্ট্র সীমান্ত অভিমুখে যাত্রা করেছে। এদের বেশির ভাগই দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশ থেকে মেক্সিকোয় ঢুকেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কিভাবে হ্রাস করা যাবে, তা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। আগামীকাল বুধবার এই বৈঠক হওয়ার কথা।এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদর বলেছেন, অভিবাসনপ্রত্যাশী সংকট নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও একত্রে কাজ করতে আগ্রহী। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদর তাঁদের যৌথ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যার নাটকীয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তথ্যে জানা গেছে, ২০২২ সাল এবং ২০২৩ সাল উভয় অর্থবছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবৈধভাবে পাড়ি জমাতে গিয়ে ২০ লাখের বেশি মানুষ ধরা পড়েছে। গত সেপ্টেম্বরে মাত্র এক মাসেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মার্কিন সীমান্ত টহল বাহিনী দুই লাখ অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে আটক করে। সূত্র: কালের কণ্ঠ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ১৬০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রামে একাধিক সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, মধ্য নাইজেরিয়ায় গ্রামগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ধারাবাহিক হামলায় কমপক্ষে ১৬০ জনকে হত্যা করেছে। খবর-এএফপি ও ভয়েস অব অ্যামেরিকা। ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় কয়েক বছর ধরে জর্জরিত এ অঞ্চলে ১৬ জন নিহতের প্রাথমিক তথ্য রোববার জানিয়েছিল দেশটির সেনাবাহিনী। এরপর থেকে নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সেখানকার প্লাতিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ বলেন, শনিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত সশস্ত্র সহিংসতায় ১১৩ জনের মতো নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, স্থানীয়ভাবে ‘দস্যু’ নামে পরিচিত কমপক্ষে ২০টি ভিন্ন সম্প্রদায়ের মধ্যে আক্রমণ শুরু হয়। তারা বাড়িঘর পুড়িয়ে দেয়। আমরা ৩০০ জনেরও বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় রেড ক্রসের তথ্যমতে, বোকোস অঞ্চলের ১৮টি গ্রাম থেকে ১০৪ জনের মরদেহ পাওয়া গেছে। রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম বলেন, আমরা এই মৃত্যুর জন্য দায়ীদের কৌশলের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের ন্যায়বিচার ও স্থায়ী শান্তির জন্য ঐক্যবদ্ধ। সূত্র: সমকাল

Nagad

হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা হেরে গেছি: ইসরাইলের সাবেক প্রতিরক্ষাপ্রধান

ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে। এখন নেতানিয়াহু পদত্যাগ করলেই বিজয় অর্জিত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালুটজ।হাইফাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তার কথোপকথনের সময় তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যটি ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪ এ প্রচারিত হয়েছে। খবর আলজাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ইসরাইলি তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২০ হাজার ৯১৫ জন নিহত এবং ৫৪ হাজার ৯১৮ জন আহত হয়েছেন। সূত্র: যুগান্তর

গাজা ইস্যুতে নতুন প্রস্তাব দিল মিসর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে একটি যুদ্ধবিরতি এবং গাজায় আটক আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি নতুন প্রস্তাব রেখেছে মিসর। রবিবার কয়েকটি হিব্রু মিডিয়াকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ সময় তেল আবিব প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বা খসড়াটি নিয়ে আলোচনা করা যাবে না এমন কোনো ইঙ্গিত দেয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। তিনটি ধাপে এ চুক্তি বাস্তবায়নের কথা বলেছে মিসর। প্রথম ধাপে ইসরায়েলের দাবি অনুযায়ী হামাস ৪০ জিম্মিকে মুক্তি দেবে। আর তৃতীয় তথা চূড়ান্ত ধাপে এসে হামাসের দাবি অনুযায়ী সংঘাত বন্ধে ইসরায়েল বৃহৎ পরিসরের চুক্তিতে সম্মত হবে। হারেৎজের খবরে বলা হয়েছে, রবিবার এ ধরনের দুটি রূপরেখা ফাঁস হয়। পরে সেগুলো গণমাধ্যমের হাতে আসে। রূপরেখা দুটির বেশকিছু বিষয়ে ভিন্নতা থাকলেও মৌলিক বিষয়গুলো একই।রূপরেখায় বলা হয়েছে, ইসরায়েল শত্রুতা বন্ধ ও গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে এবং এর বিনিময়ে হামাস উপত্যকাটিতে জিম্মি ও অপহৃত ইসরায়েলি সৈন্যদের সবাইকে মুক্তি দেবে। জনসাধারণের আপত্তি সত্ত্বেও হামাস এখনো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। যতদূর জানা গেছে, ইসরায়েল মনে করে রাজনৈতিক পর্যায়ে এই চুক্তি প্রত্যাখ্যাত হবে। সূত্র: সূত্র: বিডি প্রতিদিন।

সুদানে হাতে হাতে অস্ত্র

আফ্রিকার দরিদ্র দেশ সুদানে প্রায় আট মাসব্যাপী গৃহযুদ্ধ এখন ব্যাপক নৈরাজ্যজনক পরিস্থিতির দিকে মোড় নিয়েছে। যুদ্ধরত দুই পক্ষই নিজ নিজ পক্ষে যুদ্ধে নামতে দেশের তরুণদের আহ্বান জানাচ্ছে। তরুণরাও এতে সাড়া দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ছে। আবার এর মধ্যে নারীদের বিরুদ্ধে সহিংসতা, জাতিগত সংঘাত ও বাস্তুচ্যুতির মতো ঘটনাও চলছে সমানতালে। দেশের পরিস্থিতি এখন এমন যে যত্রতত্র যাকে-তাকে অস্ত্র দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে লড়াইয়ের ময়দানে। গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধিপত্য বিস্তার ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ে। লোহিত সাগরের উপকূলে অবস্থিত আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশটিতে চরম অরাজকতা বিরাজ করছে। উপসাগরীয় দেশগুলো, পশ্চিমা বিশ্ব এবং মুসলিম বিশে^র দেশগুলো সংঘাত নিরসনে উদ্যোগ নিলেও এতে লাভ হয়নি। জাতিসংঘ বলছে, সুদান এখন বিশে^র সবচেয়ে বাস্তুচ্যুত মানুষের বসতি। আরএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা পশ্চিম দারফুরে আফ্রিকার অনারব নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুই দশক আগে যেভাবে, সেখানে গণহত্যা চলেছিল, তারই যেন পুনরাবৃত্তি হচ্ছে। ঐতিহাসিকভাবে অনারব জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ ছিল আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে। সূত্র: দেশ রুপান্তর

ত্রিপুরায় বিক্রেতা ছদ্মবেশি ১২ বাংলাদেশি গ্রেপ্তার

ত্রিপুরায় শীতবস্ত্র বিক্রেতার ছদ্মবেশে অবস্থান করা ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার (২৩ ডিসেম্বর) ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদমাধ্যমকে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদেরকে উত্তর প্রদেশ এবং আমের অভিবাসী ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছিলেন। এবং স্থানীয় এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন। পুলিশ অফিসার বলেছেন, তারা বাড়ি বাড়ি ফেরি করে শীতবস্ত্র বিক্রি করত। বাড়িওয়ালাকে আসাম ও ইউপির জাল পরিচয়পত্র দিয়ে বোকা বানিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযান শুরু করে এবং তাদের ভাড়া করা ঘর থেকে তাদের আটক করে। প্রাথমিকভাবে তারা তাদের পরিচয় অস্বীকার করে। পরে পুলিশের সামনে স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। সূত্র: আজকের পত্রিকা।

বেলারুশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করবে ইউক্রেন

রাশিয়ার ইউক্রেন আক্রমণের অন্যতম সমর্থনকারী দেশ বেলারুশ। সেই দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব উঠেছে ইউক্রেনীয় সংসদে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) এ প্রস্তাব আনেন মন্ত্রী তারাস মেলনিচুক। খবর রয়টার্স। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানান, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ও ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগে বেলারুশ প্রজাতন্ত্র জড়িত থাকায় কারণে চুক্তি বাতিলের এ পদক্ষেপ নেয়া হয়েছে।১৯৯২ সালের ডিসেম্বরে দুই দেশের সরকার মুক্ত বাণিজ্য চুক্তি করে। এ চুক্তি ও সম্পর্কিত দুটি প্রোটোকল বাতিল করার প্রস্তাব আনা হয়েছে। এর আগে রাশিয়ার হামলার পর মিনস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে ইউক্রেন।দেশটির আইন অনুসারে, আন্তঃরাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে সংসদেই বাতিলের পদক্ষেপ নিতে হয়। সূত্র: বণিক বার্তা ।

খোঁজ মিললো পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির খোঁজ পাওয়া গেছে। তার মুখপাত্র জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং তাকে সাইবেরিয়ার একটি পেনাল কলোনি বা কারাগারে আটকে রাখা হয়েছে। গতল অর্থাৎ ২৫শে ডিসেম্বর কিরা ইয়ারমিশ বলেছেন, “আমরা অ্যালেক্সেই নাভালনিকে পেয়েছি।”তিনি আরো জানান, বর্তমানে রাশিয়ার উত্তরাঞ্চলে রয়েছেন তিনি।এর আগে গত ছয়ই ডিসেম্বরের পর থেকে নিজের দলের সাথে কোন যোগাযোগ ছিল না নাভালনির। সেদিন তাকে আগের একটি কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছিল।মি. নাভালনিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নেতা মনে করা হয়। তিনি ২০২১ সাল থেকে কারাগারে আটক রয়েছেন। টেলিগ্রাম নামে বার্তা আদান-প্রদানের একটি অ্যাপে মিজ ইয়ারমিশ লেখেন, “তার আইনজীবী আজ তার সাথে দেখা করেছে। তিনি ভাল আছেন।” সূত্র: বিবিসি বাংলা।

ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ এক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। আইআরজির ওই নিহত উপদেষ্টার নাম সাইয়েদ রাজি মোসাভি। তিনি সিরিয়ায় আইআরজিসির শীর্ষ কমান্ডারদের একজন। সোমবার তিনি মারা যান। সিরিয়া ও ইরানের সামরিক জোটের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মোসাভি। এ জোট ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত মিত্র ও প্রক্সিদের আঞ্চলিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। দামেস্কের উপকণ্ঠে জেইনাবিয়াহ জেলায় ইহুদিবাদী শাসকদের চালানো হামলায় মোসাভি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টিভিতে পড়ে শোনানো এক বিবৃতিতে আইআরজিসি বলছে, এই অপরাধের খেসারত দেবে দখলদার ও বর্বর ইহুদিবাদী শাসকগোষ্ঠী।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নিয়মিত খবর থামিয়ে রেখে মোসাভির মৃত্যুর খবর ঘোষণা করে। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টাদের একজন বলে বর্ণনা করা হয়। সূত্র: বাংলানিউজ