আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত: হামাস

ফিলিস্তিনের গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে ইসরায়েলের সামরিক অভিযান চলার মধ্যে ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪১ জন নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হয়েছেন ৩৮২ জন।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে তাদের চলমান লড়াই আরও অনেক মাস স্থায়ী হতে পারে।মধ্য গাজায় স্থল অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলে গুঞ্জন চলার মধ্যে গতকাল মঙ্গলবার ইসরায়েল বলেছে, তারা ১০০টির বেশি জায়গায় হামলা চালিয়েছে।আজ বুধবার ভোরেও ইসরায়েল–সংলগ্ন গাজা সীমান্তে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। যাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। সেদিন প্রায় ২৪০ জনকে ইসরায়েল থেকে জিম্মি করে হামাস। তাঁদের কয়েকজনকে পরে ছেড়ে দেওয়া হয়। সূত্র: প্রথম আলো

ড্রোন হামলার জবাবে ইরাকে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের
কাতাইব হিজবুল্লাহ এবং এর সহযোগী গোষ্ঠীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন হামলা

ইরাকের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর তিন সদস্য আহত হওয়ার পর ইরানপন্থী বাহিনীর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কাতাইব হিজবুল্লাহ এবং এর সহযোগী গোষ্ঠীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন । ইরাকে ইরান-সংযুক্ত বাহিনীর ওপর মার্কিন হামলায় এক ইরাকি সামরিক কর্মী নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরাক সরকার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের দাবি, গত সোমবার এরবিল বিমান ঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

১০ হাজার টনেরও বেশি যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার টনেরও বেশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সরবরাহ করেছে ২৪৪টি কার্গো বিমান ও ২০টি জাহাজ। এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ২.৮ বিলিয়ন মূল্যের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাও চূড়ান্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের পার্লামেন্টের (নেসেট) সদস্য টালি গোতলিভ সোমবার এক বৈঠকে দাবি করেন, দক্ষিণ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে গোলা হামলা ‘গত তিন সপ্তাহে নাটকীয়ভাবে কমেছে।’ তার এই মন্তব্যের পরই যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের এ খবর এলো। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

Nagad

ভারতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ, চিঠি উদ্ধার

ভারতের দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা নিরাপদে রয়েছেন। খবর- এনডিটিভি-দূতাবাস থেকে কয়েক মিটার দূরে একটি খালি জমিতে পুলিশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করছে পুলিশ। ইসরায়েলের উপরাষ্ট্রদূত ওহাদ কায়নার জানিয়েছেন, সন্ধ্যা ৫টার পর দূতাবাস চত্বরের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি নিয়ে ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। বিস্ফোরণের পরে দিল্লি পুলিশের একটি দল ইসরায়েলি দূতাবাস পরিদর্শন করেছে। দিল্লির ফায়ার সার্ভিসও সেখানে তল্লাশি চালিয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র; সমকাল

ইঁদুর-জ্বরে কাঁপছে রাশিয়ার সেনারা
একে-৪৭ রাইফেলের সমান বড়

প্রায় দুই বছর (৬৭২ দিন) ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। থামার লক্ষণ নেই। দিন দিন আরও প্রকোট হয়ে উঠছে। বর্তমানে ১০ লাখেরও বেশি ইউক্রেনীয় এবং রুশ সেনা পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক ফ্রন্টলাইনে যুদ্ধ করছে। হাড় কাঁপানো কনে কনে শীত ও তুষার ভেজা কর্দমাক্ত মাঠে যুদ্ধ করা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ইতোমধ্যেই সেনাদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এর ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে ইঁদুরের উপদ্রব। ছোট-বড় লাখ লাখ ইঁদুরে ছেয়ে গেছে পুরো অঞ্চল। ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক টাইলার কুস্ত্রা ইউরো নিউজকে বলেছেন, কোনো কোনো ইঁদুরের আকার আস্ত একে-৪৭ রাইফেলেরও সমান। যাদের উৎপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেনারা। ইঁদুরগুলো সেনাদের জুতা, এমনকি অস্ত্রের মধ্যেও আস্তানা করছে। তাদের খাবার নিয়েও করছে টানাটানি। প্রাণীগুলো শুধু উপদ্রবেই থেমে নেই। ছড়িয়ে দিয়েছে নয়া এক আতঙ্কও-ইঁদুর জ্বর। যার প্রকোপে কাঁপছে রুশ সেনারা। শনিবার (২৩ ডিসেম্বর) ব্রিটিশ গোয়েন্দা তথ্য অনুসারে, ইউক্রেনে রুশ সেনাদের মধ্যে ব্যাপকহারে ইঁদুর-জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট অনুসারে, চলতি বছর ইঁদুর অস্বাভাবিকহারে ইউক্রেনে বংশ বিস্তার করেছে। শীতের তীব্রতা থেকে বাঁচতে প্রাণীগুলো সেনা ঘাঁটি, ট্যাংক এবং অস্ত্রের ভেতর আশ্রয় নিচ্ছে। ফলে বিপদে পড়েছে সেনারা। কারণ গুরুত্বপূর্ণ অস্ত্রসহ হিটার, মজুত করা খাবার, ইন্টারনেট যন্ত্রাংশের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট করছে। ইঁদুর জ্বরের প্রভাবও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তীব্র মাথাব্যথা, ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর, ফুসকুড়ি এবং লালভাব, নিম্ন রক্তচাপ, চোখে রক্তক্ষরণসহ নানাবিধ অসুস্থতায় ভুগছে। তাদের শরীরে ইঁদুর থেকে সংক্রমিত হওয়া হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে। সূত্র; যুগান্তর

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে তীব্র ঝড়ে ৭ জন নিহত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে তীব্র ঝড় ও বজ্রপাতে ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ বছর বয়সী এক নারী ঝড়ের তোড়ে ডুবে মারা যান। আজ বুধবার ২৭ অস্ট্রেলিয়ার পূর্ব সমুদ্র তীরে জীবিতদের উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিগত কয়েক দিনে ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যে আঘাত হেনেছে তীব্র ঝড়, সঙ্গে ছিল বজ্রপাত। নৌযান তলিয়ে যাওয়া, আকস্মিক বন্যা এবং কংক্রিটের তৈরি বিদ্যুৎ সরবরাহের পাইপ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলছে যে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ‘ভয়াবহ’ ঝড়, ‘জীবনঘাতী’ বন্যা ও ‘তীব্র’ শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে। সূত্র: আজকের পত্রিকা ।

লোহিত সাগরে নৌযানের কাছে ফের বিস্ফোরণ

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে নৌযানের কাছাকাছি ফের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সাগরের নৌযান চলাচলের রুটে পৃথক দুটি ঘটনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ। খবর রয়টার্স। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস অথরিটি এক সতর্কবার্তায় বলেছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল হোদেইদাহ থেকে ৫০ নটিক্যাল মাইলে একটি নৌযানের ৫ নটিক্যাল মাইলের মধ্যে দুটি বিস্ফোরণের আগে দুটি মনুষ্যবিহীন উড়োজাহাজের উপস্থিতি শনাক্ত হয়েছে।পৃথক ঘটনায় আরেকটি নৌযানের চার নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে একটি বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। একই নৌযানের আধা নটিক্যাল মাইল দূরে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সূত্র: বণিক বার্তা।

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, ভ্রমণ সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটেছে। তবে দূতাবাসের সব কর্মী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৫টা ২০ মিনিটের দিকে দূতাবাস প্রঙ্গনের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে বলে আমরা নিশ্চিত করছি।’ স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ভারতে তাদের সব কর্মী অক্ষত আছেন। কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খুঁজে পেতে সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অংশীদার ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।বিস্ফোরণের পর দিল্লির ফায়ার সার্ভিস সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলেও জানিয়েছে রয়টার্স। সূত্র; দেশ রুপান্তর

যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচনের ‘সকল বিষয় পর্যবেক্ষণ করবে’

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ গভীরভাবে মূল্যায়ন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে দেশটির দুটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে।নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে, অন্য পর্যবেক্ষকদের মতো শুধু কেন্দ্রে ভোট দেখেই দায় সারবে না যুক্তরাষ্ট্র। আগামী সাতই জানুয়ারির ভোটের আগে পরের সহিংসতা ও ত্রুটিগুলো মূল্যায়ন করতেই পাঠানো হয়েছে ছোট এই ‘যৌথ কারিগরী মূল্যায়ন দল’। তারা মনে করছেন, বাংলাদেশের অতীতের দুটি জাতীয় নির্বাচন দেশে বিদেশে নানা বিতর্ক তৈরি করেছে। এ কারণে আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নির্বাচনের সার্বিক পরিবেশকে এতোটা গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশন বলছে, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) আগামী নির্বাচনের সব কিছুই পর্যবেক্ষণ করবে। এ জন্য তাদেরকে অ্যাক্রিডেশন দেয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

দোনেৎস্কের কাছে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার সেনারা পূর্ব ইউরোপের প্রধান শহর মারিঙ্কা দখলে নিয়েছে। খবর বিবিসির। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যাসল্ট ইউনিট রাশিয়ার দখলে থাকা আঞ্চলিক রাজধানী দোনেৎস্কের ঠিক বাইরে শক্তিশালীভাবে সুরক্ষিত একটি এলাকা দখল করেছে।ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি ঝালুজনি বলেন, ইউক্রেনীয় বাহিনী মারিঙ্কার উপকণ্ঠে অবস্থান নিয়েছে। মারিঙ্কা শহরটিকে দোনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এর জনসংখ্যা ১০ হাজারের মতো। মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেনকো বলেন, রাশিয়ার বাহিনী খেরসনের রেলস্টেশনে গোলাবর্ষণ করেছে। এতে পুলিশের এক লেফটেন্যান্টের প্রাণ গেছে। বেশ কয়েকজন এতে আহত হয়েছেন। তিনি টেলিগ্রামে বলেন, ট্রেনের জন্য অপেক্ষারত ১৪০ বেসামরিকের বেশিরভাগকেই সফলভাবে সরিয়ে নিতে সমর্থ হয়েছে পুলিশ। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সূত্র: বাংলানিউজ