আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

টিআইবির বিশ্লেষণ
আওয়ামী লীগের ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের চেয়ে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্রদের মধ্যে কোটিপতি প্রার্থী বেশি।

আওয়ামী লীগের প্রায় ৮৭ শতাংশ প্রার্থী কোটিপতি। স্বতন্ত্রদের ক্ষেত্রে এ হার প্রায় ৪৭ শতাংশ। এরপর জাতীয় পার্টির অবস্থান। তাদের প্রার্থীদের প্রায় ২২ শতাংশ কোটিপতি। নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি কোটিপতির হিসাব করেছে নগদ ও ব্যাংকে জমা টাকা, শেয়ার, সঞ্চয়পত্রে বিনিয়োগ, সোনাসহ বিভিন্ন অস্থাবর সম্পদের ভিত্তিতে। জমি, বাড়ি বা ফ্ল্যাটের মতো স্থাবর সম্পদ এই হিসাবে আসেনি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র: জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শিরোনামের এই বিশ্লেষণ তুলে ধরা হয়। পাশাপাশি টিআইবি সাধারণ মানুষের জন্য একটি ‘অনলাইন ড্যাশবোর্ড’ তৈরি করেছে, যার শিরোনাম ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’। টিআইবির ওয়েবসাইটে ড্যাশবোর্ডে প্রার্থীদের নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। টিআইবি এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ১ হাজার ৯২০ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে। তারা ১৬ ডিসেম্বর রাত থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলফনামা ডাউনলোড শুরু করে। উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জনে দাঁড়িয়েছিল। পরে আদালতে গিয়ে কেউ কেউ প্রার্থিতা ফেরত পান। কারও কারও প্রার্থিতার বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। সূত্র: প্রথম আলো

নৌকায় ভোট দিলে আরো সমৃদ্ধি

নৌকা জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ দেবে উল্লেখ করে নিজের দলের এই প্রতীকে আবারও ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ গতকাল মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি তারাগঞ্জ ও মিঠাপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। নৌকায় ভোট দিলে আরো সমৃদ্ধিনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে যানবাহনে আগুন দিতে না পারে, রেললাইন ও ট্রেনে নাশকতা না করতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। দিন-রাত কাজ করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সেখানে তারা (বিএনপি-জামায়াত) আসে ধ্বংস করার জন্য। সূত্র: কালের কণ্ঠ

এক মন্ত্রীর বিদেশে বিনিয়োগ ২ হাজার ৩১২ কোটি টাকা

Nagad

সরকারের একজন মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকা বিনিয়োগের তথ্য আছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। এই মন্ত্রী আসন্ন নির্বাচনেও প্রার্থী হয়েছেন। মন্ত্রী ও তাঁর স্ত্রীর মালিকানাধীন কোম্পানি এখনো বিদেশে সক্রিয়ভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। কিন্তু নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্যের কথা জানাননি। মন্ত্রীর নাম প্রকাশ না করা হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকার কথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, টিআইবি নীতিমালায় না থাকায় নাম প্রকাশ করা হচ্ছে না। তবে সরকারের যে কোনো সংস্থার পক্ষ থেকে চাইলে তারা এ বিষয়ে সব তথ্য সরবরাহ করবে। টিআইবি ধানমন্ডি কার্যালয়ে ‘নির্বাচনি হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে নবম, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে তথ্য তুলে ধরেন টিআইবির গবেষকরা। পরে টিআইবির ইফতেখারুজ্জামান বলেন, তাঁদের কাছে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী সরকারের মন্ত্রিসভার অন্তত একজন সদস্যের নিজ নামে বিদেশে একাধিক কোম্পানি থাকার প্রমাণ রয়েছে। সূত্র: বিডি: প্রতিদিন।

 

প্রার্থীদের সম্পদ বৃদ্ধির রেকর্ড
১০ মন্ত্রী প্রতিমন্ত্রীর সম্পদ বেড়েছে ১৩৩-১০৬৩%

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসাবে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন তাদের মধ্যে ১৮ জনের ১০০ কোটি টাকার বেশি সম্পদ (অস্থাবর সম্পদ মূল্যের ভিত্তিতে) রয়েছে। কোটিপতি প্রার্থী রয়েছেন ৫৭১ জন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সম্পদ গত পাঁচ বছরের ব্যবধানে এক হাজারের বেশি থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়ী। রাজনীতিবিদ প্রার্থীর সংখ্যা একেবারেই কম। কোটিপতি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগে রয়েছে ২৩৫ জন ও স্বতন্ত্র ১৬৩ জন।মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এসব তথ্য প্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনি হলফনামার তথ্যচিত্র : জনগণকে কী বার্তা দিচ্ছে?’-শীর্ষক প্রতিবেদনে এই বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়ে সেগুলো বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়। পাশাপাশি জনগণের জানার জন্য টিআইবি ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি ড্যাশবোর্ড তৈরি করেছে। এই ড্যাশবোর্ডে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ছয় হাজার হলফনামার আটটি তথ্যের বহুমাত্রিক-তুলনামূলক বিশ্লেষণ করে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। টিআইবির ওয়েবসাইটে প্রবেশ করে এই ড্যাশবোর্ড থেকে ঘরে বসেই ভোটাররা নিজ এলাকার প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এর ফলে প্রার্থীদের ঘোষিত তথ্য সম্পর্কে একটি ধারণাও পাবেন। টিআইবির তৈরি করা নির্বাচনি হলফনামার তথ্যচিত্র বিশ্লেষণী প্রতিবেদনটি সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক শেখ মনজুর-ই-আলমসহ প্রমুখ। সূত্র: যুগান্তর

বায়ুদূষণে আজও শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা, রানারআপ লাহোর

বায়ুদূষণে আজও শীর্ষস্থান ধরে রেখেছে রাজধানী ঢাকা। আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩২৫, অর্থাৎ এখানকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ২৫৬, অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং শহরটির স্কোর হচ্ছে ২৩১। এর অর্থ দাঁড়ায়, সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সূত্র: আজকের পত্রিকা ।

দেড় বছরে পদ্মা সেতুর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ১৪২ কোটি টাকা

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দেড় বছর পূর্ণ হলো গতকাল। যানবাহন চলাচল শুরুর পর থেকে নিয়মিতভাবে করা হচ্ছে দেশের দীর্ঘতম এ সেতুর পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে, উদ্বোধনের পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ খরচ হয়েছে ১৪২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২৫ টাকা। সেতুর টোল আদায় কার্যক্রম ব্যবস্থাপনা, সংযোগ সড়ক ও মূল সেতুর রক্ষণাবেক্ষণ ও নদীশাসন কাজ রক্ষণাবেক্ষণে ব্যয় হয়েছে এ টাকা। একই সময়ে পদ্মা সেতু থেকে আদায় হওয়া টোলের পরিমাণ ১ হাজার ১৬৫ কোটি ১৩ লাখ টাকা। অবশ্য এ টাকা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতুতে যান চলাচল শুরুর পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু থেকে আদায় হওয়া টোল থেকে সব মিলিয়ে ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে। সূত্র: বণিক বার্তা ্

মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩০০ কোটির ব্যবসা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন, তাদের মধ্যে ১৮ জনের শতকোটি টাকার বেশি সম্পদ (অস্থাবর সম্পদ মূল্যের ভিত্তিতে) আছে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র : জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এই বিশ্লেষণ তুলে ধরা হয়। প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে তা বিশ্লেষণ করেছে টিআইবি। পাশাপাশি জনগণের জানার জন্য টিআইবি ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি ড্যাশবোর্ড তৈরি করেছে। এই ড্যাশবোর্ডে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ছয় হাজার হলফনামার আটটি তথ্যের বহুমাত্রিক-তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এই ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড থেকে ঘরে বসেই ভোটাররা নিজ এলাকার প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। টিআইবির তৈরি করা নির্বাচনী হলফনামার তথ্যচিত্র তুলে ধরেন এই গবেষণা দলের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সূত্র: দেশ রুপান্তর

‘তৃণমূলে মার খাচ্ছে আওয়ামী লীগ’

নির্বাচনী প্রচারণায় সংঘাত সংঘর্ষ নিয়ে যুগান্তরের প্রথম পাতার খবর, ‘তৃণমূলে মার খাচ্ছে আওয়ামী লীগ’।
প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরায় নি আওয়ামী লীগ।
এতে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন । বেড়েছে অভ্যন্তরীণ সংকট।
নির্বাচনের প্রচার শুরুর পর থেকে প্রতিদিনই ঘটছে হামলা-সংঘর্ষের ঘটনা। এতে হতাহতও হচ্ছে অনেক।কোথাও নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করছে নৌকার সমর্থকরা।আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হলেও বন্ধ হচ্ছে না হামলা-সংঘর্ষের ঘটনা। গত আট দিনে অর্ধশতাধিক সহিংসতার ঘটনায় অন্তত দুই শতাধিক আহত এবং তিনজন নিহত হয়েছেন। ফলে নির্বাচনী এসব সহিংসতায় তৃণমূলে মূলত মার খাচ্ছে আওয়ামী লীগই। সূত্র; বিবিসি বাংলা

ডিসেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২ শতাংশ

ডলার সংগ্রহের নির্ধারিত দামের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছুটা নমনীয়তার কারণে ডিসেম্বরের প্রথম ২২ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ২২ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, চলতি মাসের প্রথম ২২ দিনে ব্যাংকগুলো ১.৫৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গত বছরের ডিসেম্বরের একই সময়ে ছিল ১.২৯ বিলিয়ন ডলার।ব্যাংক কর্মকর্তাদের প্রত্যাশা, এ প্রবণতা অব্যাহত থাকলে ডিসেম্বরের শেষ নাগাদ রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তারা রেমিট্যান্স প্রবাহে এই বৃদ্ধির পেছনে অনুকূল বিনিময় হারের কথা — যা প্রতি ডলারে ১২২ টাকা পর্যন্ত — উল্লেখ করছেন।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ব্যাংকগুলো বছরের শেষের দিকে ডলারের প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে। তারা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ফলে রেমিট্যান্স বেড়েছে।’ সূত্র: বিজনে স্ট্যান্ডার্ড।

সালতামামি ২০২৩
পুলিশেও ছিল বড় অপরাধী
আজ ২৬ ডিসেম্বর, ২০২৩। আর মাত্র পাঁচদিন পর নতুন বছর শুরু হবে।

চলতি এ বছর নানা কারণে দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনেকের কাছে এ বছর অনেক কিছু পাওয়ার, তবে কিছু মানুষের জন্য হয়ে থাকবে অধ্যায়ের একটি সময়। ২০২৪ সালকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছে সবাই। তারপরও ২০২৩ সালে দেশে কি কি ঘটেছিল, তা হয়ত একবার ভাববে সবাই। যারা পত্রিকা পড়েন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে অনলাইনেও সে-সমস্ত ঘটনাগুলোকে একবার পড়ে নেবে। ২০২৩ সালে বাংলাদেশে অন্যায়, অপরাধ, হামলা-মামলা, গ্যাং কালচারসহ হত্যার ঘটনা ছিল উল্লেখযোগ্য। আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু দুষ্টু সদস্যও অপরাধে জড়িয়েছিল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাইয়ের মতো অপরাধের অভিযোগ ওঠে। আর্থিক দুর্নীতিও করেছেন কেউ কেউ। সূত্র: বাংলানিউজ