লজ্জার রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

প্রতিপক্ষ শ্রীলঙ্কা নাকি দক্ষিণ আফ্রিকা? কেপটাউনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের স্কোরকার্ডে চোখ বুলালে এমন দ্বন্দ্বে পড়তেই পারেন আপনি। ভারতের বিপক্ষে সর্বশেষ দুই মুখোমুখিতে ৫৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে ৫৫ রান করেছিল এশিয়ার দেশটি। এবার ফরম্যাটটা ভিন্ন, প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা। তবে স্বাগতিকদের আজ কার্যত শ্রীলঙ্কা বানিয়ে ছাড়ল ভারত।

প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে কাইল ভেরেনি ১ চারে ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ২ চারে করেন ১২ রান। বাকি ৯ ব্যাটসম্যানের রান ছিল ২,৪,২,৩,০,৩,৫,৪ ও ০।

বল হাতে মোহাম্মদ সিরাজ আগুন ঝরান। তিনি ৯ ওভার বল করে ৩ মেডেনসহ ১৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৮ ওভারে ১ মেডেনসহ ২৫ রান দিয়ে নেন ২টি উইকেট। আর মুকেশ কুমার ২.২ ওভার বল করে কোনো রান না দিয়ে নেন ২টি উইকেট।

সিরাজে বিধ্বস্ত হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়া বাহিনী। শেষ দিকে মুকেশ আর বুমরাহর তোপে ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।