ঝিনাইদহে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
ঝিনাইদহের ৬টি উপজেলার ৫৮৫ টি ভোট কেন্দ্রে নির্বাচনী বিভিন্ন ধরনের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে । আজ শনিবার সকাল ১০ টা থেকে শহরের সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এ সকল সরঞ্জামাদি বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদরের ইউএনও রাজিয়া সুলতানা ।


ঝিনাইদহ সদরের ১৭ ইউনিয়নের নির্বাচনী সরঞ্জমাদি যেমন, ব্যালট বাক্স, সিল, অমচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় । বাকী ৫ উপজেলার ৫০ ইউনিয়নে স্ব-স্ব উপজেলা থেকে একই সাথে একই সামগ্রী বিতরণ করা হয় ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের ৪টি নির্বাচনী এলাকায় এবার ৫৮৫ টি ভোট কেন্দ্রে আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । শুধুমাত্র ব্যালট আগামীকাল সকালে স্ব-স্ব বোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে ।