চিকিৎসক সংসদ সদস্য হলেন যারা, হারলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। এর সাথে সংসদ সদস্য হতে এবারও ভোটের লড়াইয়ে নেমেছিলেন চিকৎসক জগতের অনেক চিকিৎসকরা।
তার মধ্যে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ১১ জন। তারা হলেন- চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে ডা. দীপু মনি বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ডা. হামিদুল হক খন্দকার এক লাখ ২ হাজার ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডা. মোস্তফা আলম নান্নু। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। তিনি ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জের আংশিক) আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। তিনি ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে চিকিৎসক মো. তৌহিদুজ্জামান তুহিন, তিনি ১ লাখ ৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মেহেরপুর-২ (গাংনী) আসনে এএসএম নাজমুল হক সাগর। তিনি ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি । তিনি পেয়েছেন ৪০ হাজার ২০৫ ভোট।
যারা হেরেছেন
এবারের নির্বাচনে যারা হেরেছেন স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ডাঃ মোঃ এনামুর রহমান। সাবেক সাংসদ ডা. মুরাদ হাসান।
সারাদিন. ৮ জানুয়ারি