সবজির দামও বাড়তি, বেড়েছে গরু-মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪

বাজারে যে সবজি কয়দিন আগে পাওয়া যেত ৩০ থেকে ৩৫ টাকা, সেই সবজি এখন ৪০ থেকে ৫০ টাকা হয়ে গেছে। কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম এখন ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পিছিয়ে নেই সোনালি মুরগিও। কেজিপ্রতি এই মুরগির দাম ৩১০ টাকা। কয়েকদিন আগেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। অন্যদিকে, গরুর মাংসের দাম কমে আসলেও আবার তাতে দেখা গেছে ঊর্ধ্বগতি। ক্রেতারা বলছেন, নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে মুরগি, ভরা শীতের মৌসুম চললেও সবজির বাজারে উত্তাপ রয়েছে। আর মাছ কিনতে গিয়েও ক্রেতাদের যেন নাভিশ্বাস।

শনিবার (১৩ জানুয়ারি) শরীয়তপুরে সবজির বাজারে একটি লাউয়ের দাম উঠেছে ১২০ টাকা। যা তিন বা চার সদস্যের পরিবারে এক দিন হবে না। এক কেজি বেগুনের দাম ১০০। শিমের কেজি এখনও ১২০ টাকা। এছাড়া একটি ফুলকপি ৬০ ও পাতাকপিও ৫০ টাকার কমে মিলছে না। কোথাও কোথাও ৪০ টাকায় মিলছে ফুলকপি।

রাজধানীর কারওয়ান বাজার, মুগদা ও মালিবাগ রেললাইনের পাশের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকা, সোনালি মুরগি ৩২০, গরুর মাংস কেজি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে গরুর মাংস বিক্রি হচ্ছিল ৬৫০ টাকায়, কোথাও কোথাও তা ৫৮০ টাকায় নেমে আসে।

মাছের বাজারে ঘুরে দেখা গেছে, রুই মাছ ২৮০ টাকা, বড় রুই ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাঙাস ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২২০, সিলভার কার্প ১৫০ থেকে ১৮০, কই মাছ ২৪০, পাবদা ৩৫০, শিং মাছ ৪০০, শোল মাছ ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বাজারে চড়া সবজির দাম। বাজারে শিম ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ৪০, আলু নতুন-পুরান ৬০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি, পেপে ৪০, ওল ৪০ টাকা কেজি, লাউ ৯০ টাকা পিস (আকারভেদে কম-বেশি)। এদিকে বাজারে দেশি পেঁয়াজ ৯০ টাকা ও ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হতে দেখা গেছে।

এদিকে শীতের ভরা মৌসুমেও গত দুয়েক সপ্তাহের ব্যবধানে কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। যদিও বছরের এই সময়ে সবজির দাম কম থাকার কথা, তবে এবারের চিত্র ভিন্ন।

Nagad