জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বও পেলেন নসরুল হামিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের চারদিনের মাথায় বিদ্যুৎ বিভাগের পর এবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে নসরুল হামিদকে।

সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস, ১৯৯৬–এর রুল ৩(৪)–এ প্রদত্ত ক্ষমতাবলে দপ্তর পুনর্বণ্টন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেয় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন নসরুল হামিদ বিপুকে করা হয়েছিল বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রী যে ছয়টি মন্ত্রণালয় হাতে রেখেছিলেন তার মধ্যে ছিলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

চারবারের সংসদ সদস্য নসরুল হামিদ ২০১৪ সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন।

Nagad