‘বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দাদের উন্নয়নের জন্য ৭০০ মিলিয়ন ডলার অনুদান ও সফট ঋণ দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য অনুদান দেবে। আর ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। এটি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেখ।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এই মুহূর্তে ৫৬ প্রকল্পে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে বিশ্বব্যাংকের। ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।

Nagad