কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডলের নিকট চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বিকালে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী-মহাসড়কের আন্ধারীঝাড় বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ৫ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।


মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যান জাবেদ মণ্ডলের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী শামীম আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসমত আলী, ইউপি সদস্য ফরহাদ হোসেনসহ অনেকে।