মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস এর কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, হবিগঞ্জ এর পক্ষ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এনফোর্সমেন্ট টিম মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরেজমিনে ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সাথে সেবা প্রদান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

এছাড়া টিম গ্রাহকসেবা প্রদানকারী বিভিন্ন বুথের কার্যক্রম সংক্রান্ত সকল কিছু পরিদর্শন করেন। অভিযানকালে দুদক টিম অভিযোগ সংক্রান্ত নথিসমূহও পর্যালোচনা করে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন অবিলম্বে কমিশনে দাখিল করা হবে বলে জানানো হয়।