বানারীপাড়ায় গোসলে গিয়ে নিখোঁজ শান্তা, লাশ ভেসে উঠেছে নদীর তীরে

বরিশালের বানারীপাড়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শান্তার লাশ নদীতে ভাষমান অবস্থায় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী খোঁজাখুঁজি করেও শান্তার কোন সন্ধান মেলেনি ।

রোববার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে বিশারকান্দির ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সমিরন বেপারীর বাড়ির সামনে ঝাইলের সাথে এলাকাবাসী একটা লাশ ভাসমান অবস্থায় দেখতে পান অতঃপর পরিবারের লোকজন লাশটা শান্তার বলে নিশ্চিত হয়।

বানারীপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ১ নং বিশারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সান্ত ঘটনাস্থলে উপস্থিত হন। সবার উপস্থিতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবার মরদেহ পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করবেন।

উল্লেখ্য বরিশালের বানারীপাড়ায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বেলুয়া নদীর মরিচবুনিয়া গ্রামের অংশে মেয়েটি নিখোঁজ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ে শান্তা।

স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।

Nagad

স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়েছে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

এ বিষয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।