যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনের সময় বন্দুক হামলায় চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার শার্লট শহরের একটি বাড়িতে এক অপরাধীকে ধরার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর গুলি চালানো হয়। এতে চার কর্মকর্তা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে একটি ব্যারিকেড দেয়া বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। গোলাগুলি ও বন্দুক হামলার এ ঘটনা প্রায় ৩ ঘণ্টাব্যাপি স্থায়ী ছিল।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল। আহত অফিসাররা ইউএস মার্শাল সার্ভিসের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের অংশ।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস বিবিসিকে বলেন- ‘অফিসাররা সামনের উঠানে একজন আততায়ীর দিকে বন্দুক তাক করে ছিলে। এসময় গুলি চালানো হয়। পরে বাড়ির ভেতরে থেকে পুলিশকে লক্ষ্য করে ওপার থেকে পাল্টা গুলি চালানো হয়। গোলাগুলি ২ ঘণ্টা ধরে চলছিল।’

বন্দুক হামলায় হতাহত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে ওয়ারেন্ট নিয়ে সেখানে গিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সে সময়ই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস একটি সংবাদ সম্মেলনে বলেন, কর্মকর্তাদের দিকে গুলি ছোড়া হলেও তারাও পাল্টা গুলি চালায়। সে সময় বাড়ির ভেতরে থেকে তাদের ওপর অনবরত গুলি ছোড়া হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল উদ্ধার করা হয়েছে।

Nagad

পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের কর্মকর্তা জোশুয়া আয়ার নিহত হয়েছেন। তিনি ছয় বছর ধরে এই বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

শার্লটের মেয়র ভি লিলেস জানিয়েছেন, এই হামলার বিষয়ে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।