বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মে ১, ২০২৪

ছয় দিনের থাইল্যান্ড সফরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা শেষে সোমবার (২৯ এপ্রিল) দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ফোকাস বাংলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল বৃহস্পতিবার (২মে) সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন।’

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে গত ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফর চলাকালীন ২৬ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়। এছাড়া নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।

ছয় দিনের থাইল্যান্ড সফরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা শেষে সোমবার (২৯ এপ্রিল) দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Nagad