চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৪

ছবি: ডেইলি মেইল

শনিবার (৪ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচ জুড়ে একটিয়া আধিপত্য দেখালেও প্রথমার্ধে কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি আনচেলত্তির শিষ্যরা।

নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। কাদিজকে ৩-০ ব্যবধানে হারানোর পরই জানা হয়ে গিয়েছিল, দিনের পরের ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পয়েন্ট হারালেই লা লিগার ৩৬তম শিরোপা ঘরে তুলবে কার্লো আনচেলত্তির দল।

বার্সা কেবল পয়েন্টই হারালো না। হেরেই বসলো জিরোনার কাছে। সেটাও আবার ৪-২ গোলের বড় ব্যবধানে। বার্সার এই হারেই শিরোপা উৎসবে মেতে উঠে রিয়াল মাদ্রিদ। লিগে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা।

৩৪ ম্যাচে ২৭ জয় আর ৬ ড্রয়ে ৮৭ পয়েন্ট রিয়ালের। অন্যদিকে সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। এ ছাড়া ৭৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।