শেষ সময়েও এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

পুরোনো ছবি

হজের ফ্লাইট ৯ মে থেকে চালু হলেও এখনও বহু হজযাত্রীর ভিসা জটিলতা নিরসন হয়নি। এখনও পর্যন্ত ভিসা পাননি ৩১ হাজার ৩৫৮ জন। অথচ আজ শনিবার (১১ মে) শেষ হচ্ছে ভিসা আবেদনের সময়সীমা।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আজ শনিবার (১১মে) সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

ধর্ম মন্ত্রণালয় আশা করছে শনিবারের মধ্যে বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলে, সেটাও দু-একদিনের মধ্যে করার জন্য সময় পাওয়া যাবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না এমনটা হওয়ার সুযোগ নেই।

এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সময়সীমা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদনের সময়সীমা বাড়িয়ে ১১ মে করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মোট হজযাত্রীর মধ্যে ৮০ হাজার ৮৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বাকি চার হাজার ৪১৯ জন। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৬ জুন।

Nagad