মাত্র চারদিনেই ৫শ’ কোটির ক্লাবে ‘কল্কি’
মুক্তির পর মাত্র চারদিনেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমা ‘কল্কি’। হিস্টরিকাল মভিটি মুক্তির পর এই স্বল্প সময়ে ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মেগা বাজেটের এই সিনেমায় অভিনয় করছেন কমল হাসান, অমিতাভ বচ্চনদের সঙ্গে কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়ও।


বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে ‘কল্কি’। পয়লা সপ্তাহেই ভারত থেকে ৩০০ কোটি টাকা ব্যবসা করেছে এটি। এর আগে, অগ্রিম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’।