তিস্তার চড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করল পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

লালমনিরহাটের আদিতমারীতে তিস্তার চড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০ আনুমানিক) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

সোমবার(১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উজানের ঢল আর ভারি বর্ষণের কারণে তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের তিস্তার চর তলিয়ে যায়। এতে আজ সকালে পানি নেমে গেলে চরে এক অজ্ঞাত ব্যক্তির হাত বাধা মরদেহ ভেসে উঠে। সেটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উন নবী বলেন, আমরা খবর পেয়ে তিস্তার চর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি আছে। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন পানিতে ভেসে থাকার কারণে মরদেহ পচন ধরেছে।তার পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।