অলিম্পিক নারী ফুটবল: ব্রাজিলকে কাঁদিয়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়
ব্রাজিলকে আরও একবার হারিয়ে ১২ বছর পর অলিম্পিকে সোনা জিতল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। ফাইনালের মঞ্চে ১-০ গোলে জয় পায় আসরটির রেকর্ড শিরোপাধারী। এর ফলে খালি হাতেই ফিরতে হলো ব্রাজিল কিংবদন্তি মার্তাকে।
শনিবার (১০ আগস্ট) পার্ক দেস প্রিন্সেসে দ্বিতীয়ার্ধে ম্যালি সোয়ানসনের করা গোলটি আগলে রেখে ২০১২ সালের পর মুকুট ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। যেখানে আগে থেকেই অলিম্পিকসে এই ইভেন্টে সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এবার ম্যালি, সোফিয়ারা রেকর্ডটাকে তুললেন আরও উঁচুতে।
আর ২০০৮ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে উঠল ব্রাজিল। কিন্তু এবারও সোনার হাসি সঙ্গী হলো না তাদের। দলটির রেকর্ড গোলদাতা মার্তাকেও অলিম্পিক শেষ করতে হলো আক্ষেপ নিয়ে।