বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধান‌দের ব্রিফ করবেন।

সোমবার (১২ আগস্ট) এ ব্রিফি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শ‌নিবার প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে বসবেন। এছাড়া বিকেলে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন।

সূত্র আরও জানায়, সোমবার (১২ আগস্ট) উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন।

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করার বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

Nagad

উল্লেখ্য, শেখ হাসিনার পতনের পর গত বৃহস্প‌তিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারে পররাষ্ট্র উপদেষ্টার দা‌য়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালে ফেব্রুয়ারি এবং ২০০৯ সালের জুলাই মাস থেকে ২০১২ সালের জুলাই মাস পর্যন্ত দুই মেয়াদে ফরেন সার্ভিস একা‌ডে‌মির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তি‌নি।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। ২০০৬ সালে ১৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের জুনে তৌ‌হিদ হো‌সেন‌কে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার করা হয়।