পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল
ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রদলের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তাদের ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, এসএম হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক মিনহাজুল আমিন শিবলু প্রমুখ।