ছিলেন আ.লীগ নেতা:

নামাজপুরের সুমনের নেতৃত্বে আ. লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

বরিশালের পিরোজপুর জেলার ৭ নং শংকরপাশা ইউনিয়নবাসীর ২ নং ওয়ার্ড দক্ষিণ নামাজপুরের আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। পূর্বে আওয়ামী লীগ নেতা-এখন বিএনপির নাম দিয়েই নিজের দলের লোকদের উপর বাড়ি ভাংচুর ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরপরেই এমন হামলার স্বীকার হন তারা। অভিযোগ উঠেছে, ভাংচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় আগে আওয়ামীগ নেতা, এখন বিএনপির মোঃ সুমনের ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ব্যপারে স্থানীয় নামাজপুরবাসী বেশ কয়েকজন নেতাকর্মীরা বলছেন-সারা জীবন করেছিল আওয়ামী লীগ। সেই সুমন খানের কারণে দক্ষিণ নামাজপুর বাসী এখন কেউ ভালো নেই। এখন বিএনপির নাম দিয়ে তার সহযোগীদের নিয়ে দক্ষিণ নামাজপুর অগণিত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অসহায় মানুষদের দোকান পাট আগুন ও ভাঙচুর লুট পাট করছে। মা বোনদের উপর নির্যাতন এবং চাদাবাজী প্রাণ নাশের হুমকি দিয়েছেন।

আমরা দক্ষিণ নামাজপুর বাসী এই সন্ত্রাসী হাত থেকে মুক্তি চাই শান্তি চাই জানিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। স্থানীয় এক মুরব্বি বলেন-আমাদের সম্মানের জায়গা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্ত করে সুমন খানসহ যারা এই ন্যক্কার জনক হামলা ও লুটপাটের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি জানাচ্ছি । এবং পুনরায় দক্ষিণ নামাজপুর শান্তিপূর্ণ পরিবেশ আমার দাবি জানাচ্ছি।

এসময় জানানো হয়- মোঃ আব্দুল কুদ্দুছ শেখ এর বাড়ি, আব্দুস সালাম, মোঃ মজিদ শেখের, নুরুল ইসলাম মেম্বার ঘর এবং বাবুল, গোলাম হুজুর, তপন, জাকিরের দোকান গুলো লুটকরা সহ ভাঙচুর করা হয়।

এ ব্যপারে সেই সুমন খানকে ফোন দেওয়া হলেও-তিনি ফোন রিসিভ করেননি।

Nagad