পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) ডাক ও টেলিযোগযোগ সচিবের কাছে লেখা এক চিঠিতে তিনি পদত্যাগ করেন। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভুত্থানের সময় একাধিকবার দেশে ইন্টারনেট বন্ধ থাকায় সমালোচনার মধ্যে ছিলেন তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর তার পদত্যাগের দাবিতে বিটিআরসিতে বিক্ষোভও হয়েছে।

পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে চেয়ারম্যান পদে কর্মরত আছি। বর্তমানে আমি অসুস্থ ও দায়িত্ব পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারমান পদ থেকে পদত্যাগ করলাম।

এর আগে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়াম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে বিটিআরসির নতুন ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ নিয়োগ পান। সে সময় তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরও আগে ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি।

Nagad