সীমা বাড়ল, নগদ তোলা যাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা
ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল। নতুন সপ্তাহে অর্থাৎ রোববার (১ সেপ্টেম্বর) থেকে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যাবে। শনিবার (৩১ আগস্ট) ব্যাংকগুলোয় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
গত সপ্তাহে সর্বোচ্চ চার লাখ এবং আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ তিন লাখ এবং দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এরপর থেকে প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে উত্তোলনের সীমা পাঁচ লাখে উন্নতি করা হলো।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক ৫ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
প্রসঙ্গত-গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনের পর একটি মহল বিপুল টাকা উত্তোলন করে। যাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের তথ্য আসে কেন্দ্রীয় ব্যাংকে। এরপর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ শুরু হয়।
অন্যদিকে গত বৃহস্পতিবার গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের টাকা লোকসানে পড়বে না। তবে একসঙ্গে সবাই ব্যাংকমুখী হলে কেউ টাকা পাবেন না। প্রয়োজনমতোই টাকা উত্তোলন করুন, সব ঠিক হয়ে যাবে। আর যারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন তাদের সম্পদ আইনি প্রক্রিয়ায় বিক্রি করে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভবের মালিকরা যেন টাকা পাচার করতে না পারে এ জন্য সতর্ক করতে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক।