নাদিয়া আনোয়ার এআইইউবি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মিস নাদিয়া আনোয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারপারসন।
রবিবার (১ সেপ্টেম্বর) এক সংবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, নাদিয়া আনোয়ার মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা উইভলব লিমিটেড এর চেয়ারপারসন। মিস নাদিয়া আনোয়ার আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের পরিচালক।
এছাড়াও তিনি ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত ম্যাক লুব্রিকেন্টেসের বাংলাদেশে একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ঢাকায় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। এটি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কিউএস ৪-স্টার রেটিং মাইলফলক অর্জন করেছে। কিউএস স্টার বিশ্ববিদ্যালয় রেটিং সিস্টেম যা শিক্ষার গুণমান, সুযোগ-সুবিধা, স্থায়িত্ব, গবেষণা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলো মূল্যায়ন করে। এআইইউবির স্থায়ী ক্যাম্পাস ঢাকার কুড়াতলী রোড, কুড়িল।