হাসানের ৫ উইকেট, সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৮৫
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের ভিত দিয়েছিলেন স্পিনাররা। শেষদিনে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজরা পেয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় টেস্টে এসে সেই চিত্রনাট্যের কেবল নায়কের বদল হলো। বাংলাদেশের পেসাররা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রমাণ করেছিলেন। তারই পূর্ণাঙ্গ এক রূপ দেখা গেল এদিন এসে। চতুর্থ দিনে পাকিস্তানের ৮ উইকেট নিলেন পেসাররা।
নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুজনেই উপহার দিয়েছেন দারুণ স্পেল। হাসানের ফাইফার পূর্ণ হয়েছে শেষ উইকেট নিয়ে। নাহিদের উইকেট সংখ্যা ৪।পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুজনেই পরীক্ষা নিয়েছেন কেবল। তাদের সুবাদেই পাকিস্তান গিয়েছে ১৭২ রান পর্যন্ত। বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট আর সিরিজ দুটোই জয়ের সুযোগ থাকছে। টার্গেট ১৮৫ রান।
গতকাল দিনশেষে ২ উইকেটে ৯ রান দিন পাকিস্তান আজ বাকি ৮ উইকেটে তুলেছে ১৬৩ রান। পাকিস্তান ইনিংসে ৬ চার এবং এক চারের সাহায্যে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন আগা সালমান। এছাড়া ৪৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।
অন্যদিকে বাংলাদেশ বোলিং অ্যাটাকে দুর্দান্ত জুটি গড়েছেন হাসান মাহমুদ এবং নাহিদ রানা। গতকাল পাকিস্তানের জোড়া উইকেট নেওয়া হাসান মাহমুদ আজ নিয়েছেন আরো ৩ উইকেট। টেস্টে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এর মধ্য দিয়ে মেহেদি হাসান মিরাজের পর রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ৫ উইকেট তুলে নাম লেখালেন আরো এক বাংলাদেশি। ব্যাটিংয়ে অবশ্য সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস।
হাসানের মতো বল হাতে উজ্জ্বল ছিলেন তরুণ নাহিদ রানা। ১১ ওভারে এক মেডেনসহ ৪৪ রান খরচায় নাহিদের শিকার ৪ উইকেট। এছাড়া ১ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তান ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা।