ফ্যাসিবাদের কারণে সবকিছু ছিল গণভবনকেন্দ্রিক: হাসনাত আবদুল্লাহ
ফ্যাসিবাদের কারণে সবকিছুই ছিল গণভবনকেন্দ্রিক। গণভবন বন্ধ হওয়ার পর সবকিছু বন্ধ হয়ে গেছে— এ কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন-হাসিনা ফ্যাসিবাদের একটি প্রতীক, ফিরে আসলে টুঁটি চেপে ধরবে। ফ্যাসিবাদের সময় গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ঘরনার ছিল
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে ধানমন্ডিতে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর এলাকার আন্দোলনকারীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, ছাত্রদের কাজ সিস্টেম পরিবর্তন করা। আর জনগণকে এমনকিছু প্রস্তাব করতে হবে যা মানুষকে মুক্তি দেবে।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারা দেশে শহীদি মার্চ করব। এতে সব শহীদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা চাই, আগামীকালও সারা দেশে ছাত্র-জনতার গণজোয়ার নামবে। বিকেল তিনটায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।
তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলছে। কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে, যতদিন না মানুষ তার অধিকার ফিরৈ পাচ্ছে ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়।