ডিএমপির মিডিয়া শাখার নতুন ডিসি তালেবুর রহমান, ১২ কর্মকর্তাকে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে মুহাম্মদ তালেবুর রহমানকে।
একই পদে দায়িত্ব পালন করে আসা ডিসি ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের জনস্বার্থে দ্রুত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকা