ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ নাত, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানবী (সা.) জীবনী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা। মাদ্রাসার অভিভাবক সদস্য আব্দুল বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস, মাদ্রাসার শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মুবাশ্বেরুল আলম, সহকারী মৌলভি হাবিবুর রহমান, শিক্ষক আনিসুর রহমান, রফিকা খাতুন সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।