‘ট্রাফিক নিয়ন্ত্রণে মানুষের ব্যবহার কমিয়ে ডিজিটাইজেশন করার ব্যবস্থা করা হবে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ট্রাফিক ব্যবস্থাকে উন্নত দেশের মত সংস্কার করা হবে। এছাড়া ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে ট্যাফিক ব্যবস্থাকে আধুনিয়াকন কিভাবে করা যাবে সে দিকে মনোযোগ দেয়া হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের এনএসসি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ‘ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা’ বিষয়ক প্রশিণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই কোর্সের আওতায় দুই দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০০ জন করে ৭ টি ব্যাচে মোট ২,১০০ জন প্রশিণার্থীকে প্রশিণ প্রদান করা হবে।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলায় সব থেকে বড় কারণ জনসচেতনতার অভাব। উন্নত দেশে ট্রাফিক পুলিশের পরিমাণ। সেসব দেশে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পার হয় এবং ট্রাফিক লাইট দেখে চলাচল করে। কিন্তু এই দেশে ট্রাফিক পুলিশ বেশি দিলেও এর ব্যত্যয় ঘটে। তাই এই সচেতনতা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এবার আন্দোলনের পর ছাত্ররা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করছে সেটি কিন্তু নয়। এর আগে ২০১৮ সালেও ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সেই সময় আমি নিজেও শাহবাগে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলাম।

এ সময় ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণের কিছু সরঞ্জামের কথা আপনারা (শিার্থীরা) বলেছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ট্রাফিক বিভাগ আছে তাদের অনুরোধ করবো তারা যেন সঠিক লজিস্টিক সাপোর্ট প্রদান করেন।’

Nagad