সামিটের দ্বিতীয় এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল
কক্সবাজারের মহেশখালীতে অনুমোদন পাওয়া সামিট এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্পটির চুক্তি বাতিল করেছে পেট্রোবাংলা। এর আগে এটির চুক্তি বাতিলের জন্য জ্বালানি বিভাগে সুপারিশ জমা দিয়েছিল গঠিত পরামর্শক কমিটি। সেখান থেকে এ সংক্রান্ত চিঠিটি পেট্রোবাংলাকে পাঠানো হলে সংস্থাটি সামিটের টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প চুক্তিটি বাতিল করেন।
সোমবার (৭ অক্টোবর) পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সাক্ষরিত এক আদেশে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনে সম্পাদিত চুক্তিটি বাতিল করার আদেশ জারি করা হয়েছে।


জানা যায়, কোনো রকম দরপত্র ছাড়াই বিশেষ আইনের আওতায় চলতি বছরের ৩০ মার্চ পেট্রোবাংলা ও সামিট গ্রুপ চুক্তিটি করেছিল। একই দিন টার্মিনাল নির্মাণের পাশাপাশি ২০২৬ সালের শেষে বছরে দেড় মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করার চুক্তিও করা হয়।
কক্সবাজারের মহেশখালীতে বর্তমানে যে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে, তার একটি সামিটের। সেখানে নতুন আরেকটি টার্মিনাল নির্মাণের যে চুক্তি সই হয়েছিল সেটি বাংলাদেশের তৃতীয় আর সামিট গ্রুপের মালিকানাধীন দ্বিতীয় টার্মিনাল নামে পরিচিত ছিল।
নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সম্প্রতি আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার।
অভিযোগ রয়েছে, সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার চড়াদামে কম্পানিটির সঙ্গে চুক্তি করেছিল।