নাম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু কর্মসংস্থানের কোনো কিছু নেই: শ্রম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

সংগৃহীত ছবি

‘নাম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু কর্মসংস্থানের কোনো কিছু নেই। আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি- বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন-, ‘মন্ত্রণালয়ের নামে কর্মসংস্থান (শ্রম ও কর্মসংস্থান) আছে, কিন্তু কোথাও কর্মসংস্থান নিয়ে কাজ করার কোনা কিছু নেই। এত বছরের এই মন্ত্রণালয়ের ইতিহাসে কর্মসংস্থান নিয়ে একটা কাজও এই মন্ত্রণালয় করেনি। কর্মসংস্থান নিয়ে কাজ করার একটা অধিদপ্তরও নেই। কোনো স্ট্রাকচারও নেই, যেখান থেকে আমরা কর্মসংস্থান নিয়ে কাজ করবো। কিছু পেলে হয়তো সেখান থেকে কাজ করা সহজ হতো।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

অন্তর্বর্তীকালীন সরকার একটি কর্মসংস্থান অধিদপ্তর করার কথাও ভাবছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘সর্বশেষ আজকের তথ্য অনুযায়ী কোথাও শ্রমিক অসন্তোষ নেই। এটা যদি এক মাস আগে দেখি তখন খুব খারাপ অবস্থা ছিল। আমরা সেই বিষয়গুলো অ্যাড্রেস করছি এবং বাংলাদেশের কর্মক্ষেত্র কতটা শ্রমিকবান্ধব করা সম্ভব, সেটা নিয়ে আমরা কাজ করছি।’

Nagad

উপদেষ্টা আরও বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ট্রাজেডির পর ১৪ নাকি ১৬ বিলিয়ন ডলারের মার্কেট ছিল পোশাক খাত, এখন ৪২ বিলিয়ন ডলারের মার্কেট। এখন আমাদের আরেকটি ইনভেস্ট করার সময়, সেটা আমরা করবো।