মুক্তির আগেই ১ হাজার কোটি আয় ‘পুষ্পা ২’-এর! মুক্তি পাবে বাংলাদেশেও

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

ছবি: এক্স থেকে নেওয়া

‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি। এবার ছবিটির সিক্যুয়েল বক্স অফিসে নতুন নজির সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

আগামী ডিসেম্বরে দেশ জুড়ে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন অভিনীত ছবিটি। কিন্তু, তার আগেই ছবি থেকে নির্মাতারা ১ হাজার কোটি রুপি আয় করে ফেলেছেন বলে খবর। ছবি মুক্তির আগেই ছবির বিভিন্ন স্বত্ব বিক্রি করে বিনিয়োগ করা টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছেন নির্মাতারা। ফলে এই ছবি যে মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, তা বলাই যায়।

সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু এখনও পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫০০ কোটি রুপির এই বাজেটের সিনেমায় এখনি প্রযোজনা সংস্থা তার দ্বিগুণের অধিক টাকা আয় করে ফেলেছে। বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার জন্য সিনেমাটির স্বত্ব বিক্রি হওয়া শুরু হয়েছে। যার মধ্যে তেলেগু ভাষায় স্বত্ব বিক্রি হয়েছে ২২০ কোটি রুপিতে। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এই সিনেমাটির ওটিটি, স্যাটেলাইট ও সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম সিনেমাটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে।

ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির পরপরই ভারতীয় সিনেমার সকল রেকর্ড ভেঙে ফেলবে। কিছুদিন আগেই জানা গেছে যে এই সিনেমার একটি আইটেম গানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমাটি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইন্টমেন্ট।

Nagad

‘পুষ্পা : দ্য রুল’ নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি ৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।